বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতকোত্তরে আবেদন
Published: 10th, August 2025 GMT
বেসরকারি সিটিজেনস ব্যাংক পিএলসি ‘হেড অব ব্রাঞ্চ (আরবান ও রুরাল)’ পদে জনবল নিয়োগ দেবে। দেশের যেকোনো স্থানে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়স ৩২ থেকে ৪৮ বছরের মধ্যে হতে হবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। ন্যূনতম ১০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত দুই বছর শাখাপ্রধান বা ম্যানেজার (অপারেশনস) পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ইংরেজি ও বাংলায় চমৎকার যোগাযোগ দক্ষতা, নেতৃত্বদানের ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা ও কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে।
আরও পড়ুনবেসরকারি ব্যাংকে চাকরি, বেতন শুরু ৩৬ হাজার, ৬ মাস পর ৪৫ হাজার টাকা৯ ঘণ্টা আগেনির্বাচিত প্রার্থীকে কৌশলগত চিন্তাভাবনা ও ব্যবসায়িক মনোভাবসম্পন্ন হতে হবে। গ্রাহকসেবা উন্নত করা, শাখার লক্ষ্যমাত্রা অর্জন এবং দলকে দক্ষতার সঙ্গে পরিচালনা করার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নিয়মনীতি মেনে কার্যক্রম পরিচালনা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতন থাকতে হবে।
এ পদে নিয়োগ পূর্ণকালীন ও স্থায়ী। বেতন ও অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে। আগ্রহীরা সিভি ই-মেইল করতে পারেন: [email protected]।
আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪৩ ঘণ্টা আগেএকনজরে চাকরির বৃত্তান্ত—
সিটিজেনস ব্যাংক পিএলসি
পদ: হেড অব ব্রাঞ্চ—শহর ও গ্রামাঞ্চল
বয়স: ৩২ থেকে ৪৮ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গা
বেতন: আলোচনা সাপেক্ষে
অভিজ্ঞতা: ন্যূনতম ১০ বছর
আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৫
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), স্নাতকোত্তর
আবেদনের নিয়ম: আগ্রহীরা সিভি ই-মেইল করতে পারেন: [email protected]।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ