দুই ম্যাচ আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন টিম ডেভিড। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সেই ডেভিড আজ দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। দুবার জীবন পেয়েও সেটি কাজে লাগাতে না পারা ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরেছেন ৮৩ রান করে।

তবে জিতেছে ডেভিডের অস্ট্রেলিয়াই। দেশটির উত্তরাঞ্চলীয় শহর ডারউইনে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১৭৮ রানে অলআউট হয়। রান তাড়ায় ৯ উইকেটে ১৬১ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকা। ১৭ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ডেভিড যখন উইকেটে আসেন ৩০ রানে ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার। শুরুতে ক্যামেরন ডেভিডকে নিয়ে ঝড় তোলেন। ডেভিড-গ্রিন চতুর্থ উইকেটে ১৬ বলেই যোগ করেন ৪০ রান।

দলকে ৭০ রানে রেখে গ্রিনের বিদায়ের পর আর ৫ রান যোগ হতেই বিদায় নেন মিচেল ওয়েন ও গ্লেন ম্যাক্সওয়েলও। বেন ডোয়ারশুইসকে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের সবচেয়ে বড় জুটিটা এরপরই গড়েন ডেভিড। সপ্তম উইকেটে ৪২ বলে ৫৯ রান যোগ করেন দুজন। যে জুটিতে ডোয়ারশুইসের অবদান ছিল মাত্র ১৭।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন রায়ান রিকেলটন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ