দুবার জীবন পেয়ে ডেভিডের ৮৩, জিতেছে তাঁর দলই
Published: 10th, August 2025 GMT
দুই ম্যাচ আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন টিম ডেভিড। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সেই ডেভিড আজ দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। দুবার জীবন পেয়েও সেটি কাজে লাগাতে না পারা ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরেছেন ৮৩ রান করে।
তবে জিতেছে ডেভিডের অস্ট্রেলিয়াই। দেশটির উত্তরাঞ্চলীয় শহর ডারউইনে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১৭৮ রানে অলআউট হয়। রান তাড়ায় ৯ উইকেটে ১৬১ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকা। ১৭ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ডেভিড যখন উইকেটে আসেন ৩০ রানে ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার। শুরুতে ক্যামেরন ডেভিডকে নিয়ে ঝড় তোলেন। ডেভিড-গ্রিন চতুর্থ উইকেটে ১৬ বলেই যোগ করেন ৪০ রান।
দলকে ৭০ রানে রেখে গ্রিনের বিদায়ের পর আর ৫ রান যোগ হতেই বিদায় নেন মিচেল ওয়েন ও গ্লেন ম্যাক্সওয়েলও। বেন ডোয়ারশুইসকে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের সবচেয়ে বড় জুটিটা এরপরই গড়েন ডেভিড। সপ্তম উইকেটে ৪২ বলে ৫৯ রান যোগ করেন দুজন। যে জুটিতে ডোয়ারশুইসের অবদান ছিল মাত্র ১৭।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন রায়ান রিকেলটন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
মুরগির ডাক শুনে ঘরের দরজা খুলতেই খুন হন জসীম
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে গভীর রাতে বাড়িতে ঢুকে জসীম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা মাতবর মুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসীম উদ্দিন ওই এলাকার নুর আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা মুরগির শব্দ নকল করে পরিবারের লোকজনকে দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলা মাত্র তারা ঘরে ঢুকে প্রথমে জসীম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
রাজশাহীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
যাচ্ছিলেন বিয়ের দিন ঠিক করতে, পথে ২ জনকে পিটিয়ে হত্যা
স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। তারা হলেন- সেগুনবাগিচা এলাকার মনছুর আলম, জহির আহমদ ও তার ছেলে আতিক।’’
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘‘এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’’
ঢাকা/তারেকুর/রাজীব