গ্লাসগো ইউনিভার্সিটিতে এমবিএ স্কলারশিপ
Published: 11th, August 2025 GMT
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো ২০২৫ সালের সেপ্টেম্বর সেশনের জন্য এমবিএ বৃত্তি দিচ্ছে। এ জন্য আবেদন আহ্বান করেছে। বিশ্বজুড়ে মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এ বৃত্তির প্যাকেজে সম্পূর্ণ এবং আংশিক টিউশন ফি মওকুফের ব্যবস্থা রয়েছে। এ বৃত্তির কেতাবি নাম গ্লাসগো এমবিএ স্কলারশিপ। গ্লাসগো এমবিএ বৃত্তি মেধাবী একাডেমিক ও পেশাগত প্রোফাইলকে স্বীকৃতি দেয়। প্রদত্ত অর্থায়নের মধ্যে কিছুসংখ্যক শিক্ষার্থীকে পূর্ণ টিউশন ফি বৃত্তি, আংশিক বৃত্তি যা সর্বোচ্চ ৫০ শতাংশ টিউশন ফি কভার করে। একজন অসাধারণ নারী আবেদনকারীর জন্য একটি বৃত্তি বিশেষভাবে বরাদ্দ করা আছে।
আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫Md.Rashedul Alam Rasel
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এমব এ
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে