রংপুরে গণপিটুনিতে ২ জনের মৃত্যুর ঘটনায় মামলা
Published: 11th, August 2025 GMT
রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে দুইজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে রবিবার (১০ আগস্ট) দুপুরে অজ্ঞাত ৭০০ জনের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় মামলা করেন।
এদিকে, ওই ঘটনার প্রতিবাদে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বেলতলী এলাকায় রুপলালের মরদেহ নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বিক্ষোভ করেন এলাকাবাসী। ফলে সড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। আন্দোলনকারীরা দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয় সমাজসেবক সাবু খান বলেন, “রুপলাল নিরপরাধ। তাকে মিথ্যে অপবাদ দিয়ে মেরে ফেলা হয়েছে। তিনি বাঁচার জন্য অনেক আকুতি করেছেন। নিজেকে পুলিশ বা সেনাবাহিনীর কাছে দেওয়ার অনুরোধ করেছিলেন। কেউ তার কথা শোনেনি। তাকে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
আরো পড়ুন:
পাবনার সেলিম গাজীপুরে এসে হন স্বাধীন, পাল্টান বাবার নামও
মুরগির ডাক শুনে ঘরের দরজা খুলতেই খুন হন জসীম
ঘনিরামপুর এলাকার বাসিন্দা নান্নু মিয়া বলেন, “আমরা রুপলাল হত্যার বিচার চাই। আসামিদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটনোর সাহস অন্য কেউ না পান।”
তারাগঞ্জ পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক পাপন দত্ত বলেন, “২৪ ঘণ্টার মধ্যে রুপলাল ও প্রদীপ লালের হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আতে হবে।”
নিহত রুপলালের স্ত্রী ভারতী রানীর দায়ের করা মামলার এজাহারে বলা হয়, তারাগঞ্জ বাজারে রুপলাল রবিদাস জুতা সেলাই করতেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুরের ছরান বালুয়া এলাকা থেকে ভাতিজি জামাই প্রদীপ লালকে নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ করেন।
এরই একপর্যায়ে সন্দেহভাজনরা প্রদীপ লালের কালো ব্যাগ তল্লাশি করে ‘স্পিড ক্যানের’ বোতলে দুর্গন্ধযুক্ত পানীয় ও কিছু ওষুধ পান। বোতলের ঢাকনা খোলার পর দুর্গন্ধে বুড়িরহাট এলাকার মেহেদী হাসানসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এতে উত্তেজিত হয়ে রুপলাল ও প্রদীপ লালকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে নিয়ে প্রায় ৫০০-৭০০ জন লোক লাঠি ও লোহার রড দিয়ে মারধর শুরু করে।
এক পর্যায়ে তাদের কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। তাদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রুপলালকে মৃত্য ঘোষণা করেন। প্রদীপ লালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠান। সেখানে প্রদীপ লাল ভোর ৪টায় মারা যান।
এলাকাবাসী জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রুপলালের লাশ বাড়িতে পৌঁছায়। এরপর তার মরদেহ নিয়ে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।
এ সময় সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি টিম। তারা দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে, মরদেহ নিয়ে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা।
তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, “নিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত চলছে। কিছু আলামত পেয়েছি, সেগুলো যাছাই বাছাই চলছে।’
ঢাকা/আমিরুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ম রধর র পল ল র র ধ কর ন হত র
এছাড়াও পড়ুন:
রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।