গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে নির্মিত দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধনের বাকি আর মাত্র কয়েকদিন। আগামী ২৫ আগস্ট খুলে দেওয়া হবে বহুল আকাঙ্ক্ষিত এ সেতু। কিন্তু, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে উদ্বোধনের আগেই ঝুঁকিতে পড়েছে সেতুটি। 

সেতু থেকে মাত্র কয়েকশ’ মিটার দূরে ড্রেজার দিয়ে নদী থেকে তোলা হচ্ছে বিপুল পরিমাণ বালু। পাইপের মাধ্যমে সেসব বালু ফেলা হচ্ছে তিস্তা সেতুর সংযোগ সড়কঘেঁষা জমিতে। 

স্থানীয়দের অভিযোগ, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলামের প্রত্যক্ষ মদদে সেতুর কাছ থেকে বালু তুলে বিক্রি করছে একটি সিন্ডিকেট। তারা টাকার লোভে এ মূল্যবান সেতুকে ঝুঁকিতে ফেলছেন। নদী থেকে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। 

আরো পড়ুন:

উদ্বোধন হয়নি তিস্তা সেতু, অপেক্ষা আরো ২৩ দিন

গোপালগঞ্জের ঘটনায় সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করবে: সেতু উপদেষ্টা

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ।

এ আইন অমান্য করে তিস্তা নদী থেকে বালু উত্তোলন করছে ওই সিন্ডিকেট। তারা বালু উত্তোলন করে বিভিন্ন ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছে। 

সম্প্রতি সুন্দরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সুন্দরগঞ্জ থানা পুলিশ বালু উত্তোলন বন্ধে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েছে। বালু সিন্ডিকেটের সদস্যদের তোপের মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হন তারা। 

গত ৫ জুলাই চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ড্রেজার বন্ধ করতে গিয়ে একজনকে আটক করেন। কিন্তু, সংঘবদ্ধ বালু উত্তোলনকারী সিন্ডিকেট ও তাদের বাহিনী নৌ পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। পরদিন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির এসআই সেলিম জামান সরকার সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার ১২ জনের নাম উল্লেখসহ ২৫-৩০ জনকে আসামি করা হয়। আসামিরা জামিনে মুক্তি পেয়ে পুনরায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করেন। 

চলতি মাসেও তিস্তা সেতু এলাকায় সুন্দরগঞ্জ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা এবং পুলিশ অভিযান চালায়। এ সময় একজনকে আটক করে থানায় মামলা দায়ের করেন ভূমি অফিসের এক কর্মকর্তা। এসব তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাকিম আজাদ।

নাম প্রকাশ না করার শর্তে হরিপুর এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এখানে বালু উত্তোলন করা হচ্ছে। কিছুদিন আগে বালু তোলা নিয়ে প্রশাসনের সঙ্গে গোলমাল হয়। পরে কয়েকদিন বালু তোলা বন্ধ ছিল। কিছুদিন থেকে আবার বালু তোলা হচ্ছে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত হরিপুর ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  

সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেছেন, “অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মামলাও দেওয়া হচ্ছে। এরপরও কেউ বালু উত্তোলন করলে তাকেও আইনের আওতায় আনা হবে।” 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেছেন, “সেতুর পাশে থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের বিষয়টি আমি জেনেছি। এতে সেতু ও বেড়িবাঁধ হুমকিতে পড়তে পারে। আমি উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্রশাসনকে জানিয়েছি। তারা অভিযান অব্যাহত রেখেছে। বর্তমানে বালু উত্তোলন বন্ধ আছে।” 

গাইবান্ধা এলজিইডি কার্যালয়ের আওতায় ২০১৮ সালের ৫ নভেম্বর তিস্তা সেতু প্রকল্পটির দরপত্র আহ্বান করা হয়। ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড নামের একটি চীনা প্রতিষ্ঠান এ সেতু নির্মাণ করেছে। আগামী ২৫ আগস্ট সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে। 

ঢাকা/মাসুম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ন দরগঞ জ উপজ ল সরক র

এছাড়াও পড়ুন:

পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা

পাবনায় পরকীয়া প্রেম সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আকাশ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সুভেল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে হত্যাকাণ্ডটি ঘটে। 

বুধবার (১ অক্টোবর) পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

বাড়ির মেয়েদের দিকে কুদৃষ্টি দেওয়ায় আকবরকে হত্যা

কক্সবাজারে ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াতের যুব বিভাগের নেতা নিহত

নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত নাঈম সাধুপাড়া এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামে এক যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে। গতকাল রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সঙ্গে পরকীয়া প্রেমের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আকাশ ও নাঈমের।

এক পর্যায়ে মিল্লাত হাতে থাকা ছুরি দিয়ে তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “পরকীয়া প্রেমের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা একজনকে আটক করেছি। মরদেহ  ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাজ্যে সিনাগগের বাইরে সন্ত্রাসী হামলা, নিহত ৩
  • শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি
  • পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা