উদ্বোধনের আগেই ঝুঁকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু
Published: 11th, August 2025 GMT
গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে নির্মিত দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধনের বাকি আর মাত্র কয়েকদিন। আগামী ২৫ আগস্ট খুলে দেওয়া হবে বহুল আকাঙ্ক্ষিত এ সেতু। কিন্তু, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে উদ্বোধনের আগেই ঝুঁকিতে পড়েছে সেতুটি।
সেতু থেকে মাত্র কয়েকশ’ মিটার দূরে ড্রেজার দিয়ে নদী থেকে তোলা হচ্ছে বিপুল পরিমাণ বালু। পাইপের মাধ্যমে সেসব বালু ফেলা হচ্ছে তিস্তা সেতুর সংযোগ সড়কঘেঁষা জমিতে।
স্থানীয়দের অভিযোগ, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলামের প্রত্যক্ষ মদদে সেতুর কাছ থেকে বালু তুলে বিক্রি করছে একটি সিন্ডিকেট। তারা টাকার লোভে এ মূল্যবান সেতুকে ঝুঁকিতে ফেলছেন। নদী থেকে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আরো পড়ুন:
উদ্বোধন হয়নি তিস্তা সেতু, অপেক্ষা আরো ২৩ দিন
গোপালগঞ্জের ঘটনায় সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করবে: সেতু উপদেষ্টা
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ।
এ আইন অমান্য করে তিস্তা নদী থেকে বালু উত্তোলন করছে ওই সিন্ডিকেট। তারা বালু উত্তোলন করে বিভিন্ন ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছে।
সম্প্রতি সুন্দরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সুন্দরগঞ্জ থানা পুলিশ বালু উত্তোলন বন্ধে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েছে। বালু সিন্ডিকেটের সদস্যদের তোপের মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হন তারা।
গত ৫ জুলাই চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ড্রেজার বন্ধ করতে গিয়ে একজনকে আটক করেন। কিন্তু, সংঘবদ্ধ বালু উত্তোলনকারী সিন্ডিকেট ও তাদের বাহিনী নৌ পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। পরদিন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির এসআই সেলিম জামান সরকার সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার ১২ জনের নাম উল্লেখসহ ২৫-৩০ জনকে আসামি করা হয়। আসামিরা জামিনে মুক্তি পেয়ে পুনরায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করেন।
চলতি মাসেও তিস্তা সেতু এলাকায় সুন্দরগঞ্জ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা এবং পুলিশ অভিযান চালায়। এ সময় একজনকে আটক করে থানায় মামলা দায়ের করেন ভূমি অফিসের এক কর্মকর্তা। এসব তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাকিম আজাদ।
নাম প্রকাশ না করার শর্তে হরিপুর এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এখানে বালু উত্তোলন করা হচ্ছে। কিছুদিন আগে বালু তোলা নিয়ে প্রশাসনের সঙ্গে গোলমাল হয়। পরে কয়েকদিন বালু তোলা বন্ধ ছিল। কিছুদিন থেকে আবার বালু তোলা হচ্ছে।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত হরিপুর ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেছেন, “অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মামলাও দেওয়া হচ্ছে। এরপরও কেউ বালু উত্তোলন করলে তাকেও আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেছেন, “সেতুর পাশে থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের বিষয়টি আমি জেনেছি। এতে সেতু ও বেড়িবাঁধ হুমকিতে পড়তে পারে। আমি উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্রশাসনকে জানিয়েছি। তারা অভিযান অব্যাহত রেখেছে। বর্তমানে বালু উত্তোলন বন্ধ আছে।”
গাইবান্ধা এলজিইডি কার্যালয়ের আওতায় ২০১৮ সালের ৫ নভেম্বর তিস্তা সেতু প্রকল্পটির দরপত্র আহ্বান করা হয়। ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড নামের একটি চীনা প্রতিষ্ঠান এ সেতু নির্মাণ করেছে। আগামী ২৫ আগস্ট সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে।
ঢাকা/মাসুম/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ন দরগঞ জ উপজ ল সরক র
এছাড়াও পড়ুন:
মহাখালী ফ্লাইওভারের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে একজন। ধাক্কা লেগে গাড়িতে আগুন ধরে যায়।
নিহত ব্যক্তিরা হলেন শওকত হোসেন কানন ও তার চাচাতো ভাই রিন্টু। আহত ব্যক্তির নাম হাসনাত।
শনিবার ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা কাননকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিন্টুকে পথচারীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
আরো পড়ুন:
সাতজনের মৃত্যু, মাইক্রোবাস চালকের বিরুদ্ধে মামলা
শিবচরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ৩ জন আহত হন। পথচারীরা একজনকে কুর্মিটোলা হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ২ জনই মারা যান। আহত একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। ঘটনার পর প্রাইভেটকারে আগুন ধরে পুড়ে যায়।
পুলিশ জানায়, মহাখালী ফ্লাইওভারের ওপর ওই ডিভাইডার রাতের বেলা প্রায় অন্ধকার থাকে। ডিভাইডারের ওপর কোনো রং করা নেই। প্রায় সময়ই এখানে দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দুপুরে স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। মৃত শওকত হোসেন কাননের স্ত্রী মৌসুমী করিম জানান, তাদের বাড়ি হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। কাননের বাবার নাম মো. মুন্না। কানন একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। মৃত রিন্টু ও কানন চাচাতো ভাই, রিন্টুর বাড়ি হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। স্ত্রী-সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন। রিন্টু ট্যানারি ব্যবসায়ী।
মৌসুমী জানান, প্রাইভেটকারটি রিন্টুর। তবে রাতে তারা ৩ জন কোথায় গিয়েছিলেন সে বিষয়ে তিনি কিছু জানেন না।
ঢাকা/এমআর/এসবি