নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ১২ ঘণ্টা পর এক দিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় ফাতেমা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।

ফাতেমা বেগম রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের রাজাবাড়ি এলাকার মোখলেছুর রহমানের মেয়ে ও শিবপুরের কুমারটেক এলাকার মো.

সিরাজুল ইসলামের স্ত্রী।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, নবজাতক চুরি হওয়ার পর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নবজাতক উদ্ধার ও অভিযুক্তকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নবজাতকসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। ওই রাতেই নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে চুরিতে অভিযুক্ত ফাতেমা বেগমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রবিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে নরসিংদী শহরের বাসাইলস্থ ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে ওই নবজাতককে চুরি করা হয়। 

নবজাতকটি নরসিংদীর শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার সিএনজি অটোরিকশার চালক শরীফ মিয়ার সন্তান। তার স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই নবজাতকটি চুরি হয়েছে।

স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শরীফ মিয়ার স্ত্রী মিথিলা গত শনিবার (৯ অগাস্ট) বিকেলে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। রবিবার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা/হৃদয়/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নবজ তকক রব ব র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ