সাংবাদিক আসাদুজ্জামান হত্যা মামলায় এক আসামির দায় স্বীকার, সাতজন কারাগারে
Published: 11th, August 2025 GMT
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় রিমান্ডে থাকা সাত আসামির মধ্যে একজন নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি গ্রহণ শেষে তাঁকেসহ সাত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
জবানবন্দি দেওয়া এই আসামি হলেন মো.
আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ ও র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেন। তাঁদের মধ্যে একজনকে আগেই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। অন্য সাতজনকে আদালত দুই দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে আজ দুপুরে তাঁদের গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–৩–এর বিচারক ওমর হায়দারের আদালতে তোলা হয়। এ সময় আসামি শাহজালাল হত্যার সঙ্গে জড়িত ও নিজের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত অন্য আসামিদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, সাত আসামির মধ্যে শাহজালাল হত্যাকাণ্ডের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান, পরে তাঁকেই হত্যা করা হয়০৮ আগস্ট ২০২৫গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, আসামি শাহজালাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কী বলেছেন, সেটি এখনো জানতে পারেননি। তবে আদালতের নথিপত্র এলে পরে তা জানা সম্ভব হবে।
আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও করার সময় চান্দনা চৌরাস্তা এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ শনাক্ত করে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনময়নাতদন্তের প্রতিবেদন জমা, মরদেহে ৯টি গভীর আঘাতের চিহ্ন১ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ব দ ক আস দ জ জ ম ন শ হজ ল ল
এছাড়াও পড়ুন:
ভারত থেকে ঠেলে পাঠানোর সময় মৌলভীবাজার সীমান্তে রোহিঙ্গাসহ আটক ৮
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ঠেলে পাঠানোর সময় চার রোহিঙ্গাসহ আটজনকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার বাতামোড়াল পুঞ্জি থেকে আজ শুক্রবার সকাল ৭টা ও দুপুর ১২টার দিকে বিজিবির টহল দল আটজনকে আটক করে। তাঁদের মধ্যে বাংলাদেশি দুজন নারী ও দুজন পুরুষ। অন্যদিকে চার রোহিঙ্গার মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুটি শিশু রয়েছে। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার সময় তাঁদের আটক করা হয়।
৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানার পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।