যশপ্রীত বুমরার ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নিয়ে ভারতীয় ক্রিকেটে বিতর্ক যেন শেষই হচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে ভারতের এই তারকা পেসার খেলেছেন মাত্র তিনটি। বিসিসিআই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে সামনে থাকা ব্যস্ত সূচিতে ফিট থাকেন। কিন্তু সিরিজে বুমরা যে দুটি টেস্টে খেলেননি, সেই দুটিতেই জয় পায় ভারত। ২-২ সমতায় শেষ হয় সিরিজ। এটা দেখেই খেপেছেন ভারতের সাবেক অধিনায়ক ও নির্বাচক দিলীপ ভেংসরকার। তাঁর মতে, বুমরা যদি আইপিএলে না খেলতেন বা কিছু ম্যাচ বাদ দিতেন, তাহলে ইংল্যান্ড সিরিজে তাঁকে পুরোদমে পাওয়া যেত, সিরিজের ফলও তাহলে ভারতের জন্য আরও ভালো হতো।

আরও পড়ুন৫ বল খেলেই জয়: আর্জেন্টিনাকে উড়িয়ে দিল কানাডা১ ঘণ্টা আগে

আন্তর্জাতিক ক্রিকেটে তো খেলোয়াড়দের বিশ্রাম নিয়ে বিসিসিআই বেশ সচেতন, এমনকি নিয়ম করে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামও দেয় তারা। কিন্তু আইপিএলের ক্ষেত্রে সে রকম খুব একটা দেখা যায় না। ভারতের তারকা ক্রিকেটাররা সবাই-ই খেলেন নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে।

ভেংসরকার দাবি করলেন, তিনি যদি নির্বাচক থাকতেন, তাহলে মুম্বাই ইন্ডিয়ানসকে রাজি করাতেন বুমরাকে কিছু ম্যাচে বা পুরো মৌসুমেই বিশ্রাম দেওয়ার জন্য। তাতে ইংল্যান্ড সফরে বুমরাকে সব কটি ম্যাচে খেলানো যেত। টাইমস অব ইন্ডিয়াকে ভেংসরকার বলেছেন, ‘ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের গুরুত্ব আর ওর নাজুক পিঠের কথা ভেবে বিসিসিআই, নির্বাচক আর টিম ম্যানেজমেন্টের উচিত ছিল বুমরাকে এ বছরের আইপিএলে না খেলতে বলা। এই ঐতিহাসিক সিরিজের জন্য আমাদের দরকার ছিল একদম ফিট, সতেজ বুমরা।’

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে তিনটি টেস্ট খেলেন বুমরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।

বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান

সম্পর্কিত নিবন্ধ