জুলাই বিজয় মেলায় গয়না-কাপড়ের দোকান, এক কোণে শহীদদের ছবি
Published: 11th, August 2025 GMT
টিন আর ত্রিপল দিয়ে ঘেরা উদ্যান। বাইরে টানানো হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরামদের ছবি। প্রবেশ ফটকে লেখা, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘নতুন বিজয় মেলা’। তবে ভেতরের ঢুকতেই দেখা গেল বাণিজ্যিক মেলার আবহ। পুরো উদ্যানজুড়েই জুতা, কাপড়, ব্যাগ—এসবের দোকান। এক কোণে ছোট্ট একটি স্থানে ঠাঁই হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের ছবি। আজ সোমবার বিকেলে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে গিয়ে এমন চিত্র দেখা গেল।
সবুজে ঘেরা উদ্যানটিতে জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিজয় মেলা শুরু হয় ৮ আগস্ট। ‘ছাত্রসমাজ চট্টগ্রাম মহানগর’ এর ব্যানারে আয়োজন করা হচ্ছে ১৫ দিনব্যাপী এ মেলার। এর আয়োজক নগর যুবদল নেতা আলিফ উদ্দিন ও তাঁর অনুসারীরা। তিনি নগর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। গত বছরের সেপ্টেম্বরে ভেঙে দেওয়ার পর নগর যুবদলের নতুন কমিটি গঠন করা হয়নি।
১৯৭৯ সালে ব্যস্ততম ২ নম্বর গেটে গাছগাছালিতে ভরা দুই একর জায়গায় বিপ্লব উদ্যান গড়ে তোলা হয়। এরপর নানা সময়ে এটিতে স্থাপনা নির্মাণ করা হয়। মেলার আয়োজকদের দাবি, সিটি করপোরেশনের কাছ থেকে জায়গা ব্যবহারে অনুমতি নিয়েছেন। মেলার অনুমতি নিয়েছে পুলিশের কাছ থেকেও। এদিকে উদ্যানে এভাবে মেলার অনুমতি দেওয়ার সমালোচনা করে এই উদ্যোগ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদেরা।
এসব তোয়াক্কা না করে মেলার আয়োজন পুরোদমে চলছে। এ নিয়ে প্রথম আলোর অনলাইন ও ছাপা কাগজে ‘চট্টগ্রামে উদ্যানে যুবদল নেতার বিজয় মেলা, অনুমতি দিল সিটি করপোরেশন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সে সময় সিটি মেয়র শাহাদাত হোসেন বলেছিলেন, জুলাই-আগস্টের ছবি প্রদর্শন করবে বলায় অনুমতি দেওয়া হয়েছে। আর মাঠে এক মাস পর কাজ শুরু হবে। এখন ফাঁকা, তাই দুই সপ্তাহের মেলা করার অনুমতি দেওয়া হয়েছে।
মেলায় পাটপণ্য ও কার্পেটের একটি দোকান। আজ আজ বিকেল সাড়ে চারটায় চট্টগ্রামের দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৩২ নম্বরের দিকে যাওয়া ২টি বুলডোজার আটকে দিল সেনাবাহিনী
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাওয়া দুটি বুলডোজার আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ছাত্র-জনতার সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, দুটি বুলডোজার ট্রাকে করে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বুলডোজারের ওপরে কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলার ঘোষণা দিচ্ছিল। পরে সেনাবাহিনী ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ৩২ নম্বরে প্রবেশের রাস্তায় বুলডোজার দুটি আটকে দেন। ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা চলছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আলোচিত এ মামলার রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশজুড়ে এলাকায় সর্বোচ্চ সতর্কতা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল এবং চলতি বছরের ফেব্রুয়ারিতেও বুলডোজার এনে বাড়িটির কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।
ঢাকা/এমআর/মাসুদ