চাঁদপুর ফরিদগঞ্জের বড়গাঁও গাজী বাড়িতে ভাই ও দুই ভাতিজাকে কোপানোর অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

আটক হাসান গাজী ফ‌রিদগঞ্জের সুবিদপুর ইউ‌নিয়‌নের ৪ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির বাসিন্দা।

সোমবার (১১ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব চক্রবর্তী। 

আরো পড়ুন:

গণঅভ্যুত্থানে শহীদ-আহত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

সিরাজদিখানে ট্রাকের পেছেনে বাসের ধাক্কা, নিহত ১

স্থানীয়রা জানান, বিদেশে টাকা লেনদেন নিয়ে কলহের জেরে আপন দুই ভাতিজা বাবু গাজী ও মান্নান গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন হাসান। এ সময় সন্তানদের রক্ষা করতে গেলে ভাই রওশন গাজীর মাথায়ও কোপ দেন হাসান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে বাবু গাজী মারা যান।

বাবা রওশন গাজী ও ছেলে মান্নান গাজীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত রাজীব চক্রবর্তী বলেন, “তথ্য পেয়ে পু‌লিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত হাসান গাজীকে আটক করেছে। বিস্তারিত পরে জানানো হবে।”

ঢাকা/অমরেশ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত র দগঞ জ

এছাড়াও পড়ুন:

রোমে আটকা বিমানের বোয়িং, ফ্ল্যাপের সমস্যা

ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ। ফ্ল্যাপে সমস্যার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানিয়েছে।

ইতালির রোমের স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। কিন্তু এখন সেটি রোমের লেওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ অবস্থায় রয়েছে।

ফ্ল্যাপ হলো বিমানের ডানার পেছনের দিকে থাকা একধরনের যন্ত্র, যা বিমানের ওড়া এবং অবতরণের সময় লিফট ও ড্র্যাগ বাড়াতে বা কমাতে ব্যবহৃত হয়। এটি বিমানকে কম গতিতে উড়তে ও অবতরণে সহায়তা করে। টেক–অফ ও ল্যান্ডিংয়ের জন্যও এটি প্রয়োজনীয়।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘মূলত ফ্ল্যাপের ত্রুটির কারণেই উড়োজাহাজটির সমস্যা হয়েছে। এ কারণে রোম থেকে ঢাকার ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যাত্রীদের হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

রোমে গ্রাউন্ডেড উড়োজাহাজটির মেরামতপ্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রওশন কবীর। তিনি বলেন, ‘ফ্ল্যাপ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে। যন্ত্রাংশগুলো আজ বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে। এরপর ত্রুটি সারানোর কাজ করবেন প্রকৌশলীরা। একই ফ্লাইটে যাত্রীদের রোম থেকে দেশে ফেরানো হবে।

বিমানটিতে ২৬২ জন যাত্রী ছিলেন বলে বিমান সূত্র জানিয়েছে। এসব যাত্রীর জন্য বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে না। উড়োজাহাজটি মেরামত না হওয়া পর্যন্ত যাত্রীরা বিমানের খরচে হোটেলেই থাকবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • রোমে আটকা বিমানের বোয়িং, ফ্ল্যাপের সমস্যা