চাঁদপুর ফরিদগঞ্জের বড়গাঁও গাজী বাড়িতে ভাই ও দুই ভাতিজাকে কোপানোর অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

আটক হাসান গাজী ফ‌রিদগঞ্জের সুবিদপুর ইউ‌নিয়‌নের ৪ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির বাসিন্দা।

সোমবার (১১ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব চক্রবর্তী। 

আরো পড়ুন:

গণঅভ্যুত্থানে শহীদ-আহত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

সিরাজদিখানে ট্রাকের পেছেনে বাসের ধাক্কা, নিহত ১

স্থানীয়রা জানান, বিদেশে টাকা লেনদেন নিয়ে কলহের জেরে আপন দুই ভাতিজা বাবু গাজী ও মান্নান গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন হাসান। এ সময় সন্তানদের রক্ষা করতে গেলে ভাই রওশন গাজীর মাথায়ও কোপ দেন হাসান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে বাবু গাজী মারা যান।

বাবা রওশন গাজী ও ছেলে মান্নান গাজীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত রাজীব চক্রবর্তী বলেন, “তথ্য পেয়ে পু‌লিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত হাসান গাজীকে আটক করেছে। বিস্তারিত পরে জানানো হবে।”

ঢাকা/অমরেশ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত র দগঞ জ

এছাড়াও পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো

সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন?  সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে  ঠিক কোন কোন উপকার পাওয়া যায়।  অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—

এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।

আরো পড়ুন:

যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে

লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?

দুই. সকালে খালি পেটে  পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেভাবে পুরোপুরি সুফল পাবেন

বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন,  প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।

প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে  এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।

সূত্র: ওয়েবএমডি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ