গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মামলায় আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আট জনকে গ্রেপ্তার করা হলো।

সোমবার (১১ আগস্ট) দিবাগত মধ্যরাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. আরমান হোসেন (৩২) নামে ওই আসামিকে। গ্রেপ্তার আরমানকে সিসিটিভির ফুটেজ দেখে সনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরিহিত অবস্থায় দেখা যাওয়া ওই আসামির নাম মো.

আরমান। গোপন সংবাদ পেয়ে রাজধানীর উত্তরা এলাকা থেকে সোমবার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়। 

পুলিশ আরো জানায়, এ মামলায় নিহত তুহিনের স্ত্রী ও পরিবার আজ মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিন বিকেল ৩টায় কমিশনার গাজীপুরের সকল সাংবাদিকের সঙ্গে কথা বলবেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

ঢাকা/রেজাউল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ