মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

ভ্যান ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড বলে জানান সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.

সালাহ উদ্দিন।

তিনি জানান, গত ৩১ জুলাই ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি পাঁচ্চর ইউনিয়নের পশ্চিম বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে ভ্যানচালক মিজান। পরদিন মিজানের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নামে শিবচর থানা পুলিশ। 

নিখোঁজের মোবাইল নম্বরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিন শামীম (৩২) নামে এক ব্যক্তিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার হাসেম শেখের ছেলে। 

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শিবচরের বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টু নামে এক ব্যক্তির বাড়ির ভেতর থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় মিজানের লাশ উদ্ধার করে পুলিশ।

সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন বলেন, “মিজান নিখোঁজের পর থেকেই আমরা অভিযানে নামি। তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে নিখোঁজ ব্যক্তির মরদেহ মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। মূলত ভ্যান ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/বেলাল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ শ বচর

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমী পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কয়েকজন উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। দুপুর দুইটার দিকে মৌসুমী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।

এ সম্পর্কে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তিনজনের মরদেহ পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ