অমিতাভ বা শাহরুখ নন, বলিউডের প্রথম ইন্টারনেট ব্যবহারকারী এই তারকা
Published: 12th, August 2025 GMT
অমিতাভ বচ্চন বা শাহরুখ খান দুজনেই অন্তর্জালে বেশ সক্রিয়। শাহরুখ খানের রসবোধের প্রমাণ মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর পোস্টগুলোতে। অন্যদিকে অমিতাভ তো নিয়ম করে ব্লগও লেখেন। তবে নিয়মিত অন্তর্জালে লেখালেখির জন্য পরিচিত এই দুই তারকা নন, বলিউডে ইন্টারনেটের প্রথম ব্যবহারকারী মনে হয় হয় শাম্মি কাপুরকে।
শাম্মি কাপুর ছিলেন ভারতের প্রথম দিকের ইন্টারনেট ব্যবহারকারীদের একজন এবং বলিউডের একেবারে প্রথম। নব্বইয়ের দশকের গোড়ার দিকে, সত্তরের কোঠায় থাকা এই অভিনেতা কিনে ফেলেছিলেন অ্যাপল ম্যাকিন্টশ ক্ল্যাসিক ডেস্কটপ। শুধু তাই নয়, আন্তর্জাতিক ডায়াল-আপ লাইনও নেন তিনি। নিজের ‘ফিল্মি’ পারিবারিক বংশতালিকা নিয়ে তৈরি করেন একটি ওয়েবসাইট—junglee.
শাম্মি কাপুরকে অনেকেই ভারতের ‘ইন্টারনেট গুরু’ বলেন। কারণ, বয়স যখন পঞ্চাশের কোঠায় তিনি প্রতিষ্ঠা করেন ‘ইন্টারনেট ইউজার্স কমিউনিটি অব ইন্ডিয়া’ ও ‘ইথিক্যাল হ্যাকার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’ নামে দুটি সংগঠন।
‘জংলি’ ছবিতে শাম্মি কাপুর। আইএমডিবিউৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
ডিমে শিশুর অ্যালার্জি কেন হয়, কীভাবে বুঝবেন, সমাধান কী
কেন হয়
শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থা পুরোপুরি গড়ে না ওঠায় অনেক সময় ডিমের প্রোটিনকে শরীর ‘অচেনা’ বা ক্ষতিকর হিসেবে ভুলভাবে শনাক্ত করে। ফলে ঠিক যেভাবে রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা কাজ করে, একই ধরনের প্রতিক্রিয়া এখানে সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা পরেও দেখা দিতে পারে।
লক্ষণ● ত্বকে লাল লাল চাকা, একজিমা।
● পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা মুখের চারপাশে চুলকানো।
● সর্দি, শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ, শ্বাসকষ্ট হওয়া।
● দ্রুত হৃৎস্পন্দন, রক্তচাপ কমে যাওয়া।
● অ্যানাফাইলেকসিস শক।
আরও পড়ুনডিম দিনে কয়টি ও কীভাবে খাবেন০৫ জুলাই ২০২৫রোগনির্ণয়● শিশুকে প্রথম ডিম খাওয়ানোর সময় অ্যালার্জি উপসর্গ বোঝা যায়।
● চিকিৎসক যদি মনে করেন ডিম বা ডিমযুক্ত খাবার খেলে অ্যালার্জি হয়, তবে তা স্কিন টেস্ট করে নিশ্চিত হতে পারেন।
চিকিৎসা● ডিম ও ডিমযুক্ত খাবার না খাওয়া।
● অ্যালার্জি প্রতিক্রিয়া দমনে অ্যান্টি হিস্টামিন, মারাত্মক অ্যানাফাইলেকসিসে শক ইনজেকশন এপিনেফ্রিন ব্যবহার।
● ডিমে অ্যালার্জি থাকলে কিছু খাদ্য উপাদান পরিহার করা যেমন—এলবুমিন, গ্লোবুলিন ইত্যাদি।
অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আরও পড়ুনডিমের কমলা, না হলুদ কুসুম—কোনটি বেশি স্বাস্থ্যকর৩১ অক্টোবর ২০২৫