অমিতাভ বচ্চন বা শাহরুখ খান দুজনেই অন্তর্জালে বেশ সক্রিয়। শাহরুখ খানের রসবোধের প্রমাণ মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর পোস্টগুলোতে। অন্যদিকে অমিতাভ তো নিয়ম করে ব্লগও লেখেন। তবে নিয়মিত অন্তর্জালে লেখালেখির জন্য পরিচিত এই দুই তারকা নন, বলিউডে ইন্টারনেটের প্রথম ব্যবহারকারী মনে হয় হয় শাম্মি কাপুরকে।
শাম্মি কাপুর ছিলেন ভারতের প্রথম দিকের ইন্টারনেট ব্যবহারকারীদের একজন এবং বলিউডের একেবারে প্রথম। নব্বইয়ের দশকের গোড়ার দিকে, সত্তরের কোঠায় থাকা এই অভিনেতা কিনে ফেলেছিলেন অ্যাপল ম্যাকিন্টশ ক্ল্যাসিক ডেস্কটপ। শুধু তাই নয়, আন্তর্জাতিক ডায়াল-আপ লাইনও নেন তিনি। নিজের ‘ফিল্মি’ পারিবারিক বংশতালিকা নিয়ে তৈরি করেন একটি ওয়েবসাইট—junglee.

org.in; যা এখনো সচল।

শাম্মি কাপুরকে অনেকেই ভারতের ‘ইন্টারনেট গুরু’ বলেন। কারণ, বয়স যখন পঞ্চাশের কোঠায় তিনি প্রতিষ্ঠা করেন ‘ইন্টারনেট ইউজার্স কমিউনিটি অব ইন্ডিয়া’ ও ‘ইথিক্যাল হ্যাকার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’ নামে দুটি সংগঠন।

‘জংলি’ ছবিতে শাম্মি কাপুর। আইএমডিবি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ