হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বাবাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ছেলে মাসুক মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে, সোমবার (১১ আগস্ট) রাতে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

স্ত্রী হত্যার দায়ে সাবেক ছাত্রলীগ নেতার আমৃত্যু কারাদণ্ড 

রাজধানীতে দুই মরদেহ নিয়ে চাঞ্চল্য, স্বজনদের অভিযোগ ‘হত্যা’

মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তারাউল্লা গ্রামের ধনু মিয়ার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে পাঁচ ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

ধনু মিয়া প্রথম পক্ষের ছেলেদের সম্পত্তি বুঝিয়ে দেন এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একই বাড়িতে বসবাস শুরু করেন। তবে প্রথম পক্ষের কয়েকজন ছেলে জমি দলিল করে দেওয়ার জন্য চাপ দেন।

এতে ধনু মিয়া রাজি না হওয়ায় গত ২৬ জুলাই সকালে স্থানীয় মসজিদের সামনে অতর্কিত হামলা চালিয়ে ধারালো দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপায় ছেলে মাসুক। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর ধনু মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় হত্যা চেষ্টা মামলা করেন। মামলার পর থেকে পলাতক মাসুককে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাসুককে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। গুরুতর অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ঢাকা/মামুন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য অভ য গ ন স রনগর

এছাড়াও পড়ুন:

শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাহাঙ্গীরনগরে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি হয়। এতে বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও লোকপ্রশাসন শিক্ষার্থী সংসদের নেতারা অংশ নেন।

মানববন্ধনে লোকপ্রশাসন শিক্ষার্থী সংসদের সহসাধারণ সম্পাদক মাহ্ আলম সঞ্চালনা করেন। এ সময় বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহিন রানা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি, লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সঙ্গে আমাদের কারিকুলামের ৫০ শতাংশ মিল রয়েছে। সারা বিশ্ব যখন বহুবিষয়ক শিক্ষাব্যবস্থার দিকে এগোচ্ছে, সেখানে আমাদের সুযোগ সীমিত রাখা উন্নয়নের পথে বাধা।’

লোকপ্রশাসনের একই ব্যাচের শিক্ষার্থী কামরুন নাহার বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রশাসনিক শাখা থেকেই লোকপ্রশাসনের উৎপত্তি। পাঠ্যসূচি, কোর্স ও বিষয়বস্তু প্রায় অভিন্ন। যদি অন্য বিভাগ ক্যাডারভিত্তিক দাবি করতে পারে, তবে আমরাও প্রশাসনিক ক্যাডারের দাবি করতে পারি। তবে সর্বোত্তম সমাধান হবে, আন্তর্জাতিক সম্পর্ক ও লোকপ্রশাসন বিভাগকে একীভূত করে একটি একক ক্যাডার তৈরি করা।’

লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হরে কৃষ্ণ কুণ্ডু বলেন, লোকপ্রশাসন দেশে স্বীকৃত একটি স্বনামধন্য বিভাগ। অনেক বিভাগ শিক্ষা ক্যাডারের সুবিধা পাচ্ছে, কিন্তু লোকপ্রশাসন পাচ্ছে না—এটি বৈষম্য। আপাতত রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে একীভূত করা যেতে পারে। তবে ভবিষ্যতে কলেজপর্যায়ে লোকপ্রশাসনের জন্য আলাদা শিক্ষা ক্যাডার চালুর ব্যবস্থা করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • জাবির কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান দাবি
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিতে মাস্টার্স, সিজিপিএ–২.৫০ হলে আবেদন
  • জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১১ সেপ্টেম্বর
  • শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাহাঙ্গীরনগরে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন
  • সমালোচনার পর জাহাঙ্গীরনগরে মওলানা ভাসানী হল ছাত্রদলের কমিটি বিলুপ্ত