Prothomalo:
2025-08-13@03:32:21 GMT

একের পর খুন, রহস্যের শেষ কোথায়

Published: 13th, August 2025 GMT

অদ্ভুত এক হত্যাকাণ্ডের মাধ্যমে বেনারসের কাল্পনিক চারানদাসপুরে শুরু হয় ‘মান্ডালা মার্ডার্স’–এর গল্প। লাশের কপালে এক অচেনা প্রতীক, পরে আরও কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে যার মিল খুঁজে পাওয়া যায়। এই হত্যাগুলো আসলে এক ভয়ংকর প্রক্রিয়ার অংশ। চূড়ান্ত লক্ষ্য থাকে ইয়াস্ত নামের পৌরাণিক এক দেবতাকে জাগ্রত করা, যা বিজ্ঞান, কালো জাদু ও ধর্মীয় উন্মাদনার মিশ্রণে পৃথিবীর শেষের সূচনা ঘটাতে পারে।

তদন্তে নামে সিআইবি অফিসার রিয়া থমাস (বাণী কাপুর) ও দিল্লি পুলিশের বরখাস্তপ্রাপ্ত অফিসার বিক্রম সিং (বৈভব রাজ গুপ্ত)। রিয়া তার অতীতের ছায়া বয়ে বেড়াচ্ছে আর বিক্রমের সঙ্গে এই মামলার রয়েছে ব্যক্তিগত যোগসূত্র।

‘মান্ডালা মার্ডার্স’–এর দৃশ্য। নেটফ্লিক্স.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে শাই হোপের দল।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ যখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে, তখন বর্তমান দলে খেলা কোনো ক্রিকেটারের জন্মও হয়নি। তখন পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপও জেতেনি, ইমরান খান পাকিস্তানের অধিনায়ক। সেই ১৯৯১ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের আগে খেলা সর্বশেষ ১০টি ওয়ানডে সিরিজেই জিতেছিল পাকিস্তান। টানা ১১ সিরিজে দলটি ছিল অপরাজিত। সব সংস্করণেই মূলত পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এমন দশা চলেছিল। যেকোনো সংস্করণেই এটি ২০১১ (১টি ম্যাচ) সালের পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সিরিজ জয়।

পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের কোনো সিরিজে ওয়েস্ট ইন্ডিজের আগের জয় ছিল ২০০০ সালে, ঘরের মাঠে টেস্ট সিরিজ। এরপর খেলা ২৪টি সিরিজের মধ্যে পাকিস্তান জিতেছে ২০টি, আর বাকি ৪টি সিরিজ হয় ড্র। এ ছাড়া ২০২ রানের জয় ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। পরিসংখ্যানেই স্পষ্ট পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এই জয়ের মাহাত্ম্য কতটা!

যে বলে সিলস পেলেন ৬ উইকেট।

সম্পর্কিত নিবন্ধ