কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আবদুর রশিদ বখতিয়ার আটক
Published: 13th, August 2025 GMT
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আবদুর রশিদ বখতিয়ারকে (৪৭) আটক করার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে রাজধানীর নিকুঞ্জ–২ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ডিএমপি নিউজে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আবদুর রশিদ বখতিয়ার বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য।
সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আবদুর রশিদ বখতিয়ারকে আটক করে সিটিটিসির একটি দল। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।