‘ঘাম ও রক্ত একসঙ্গে বইতে পারে না। আমরা ওদের এত গুরুত্ব দিই কেন?’

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভারতের বর্জন করা উচিত কি—ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার করা প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন হরভজন সিং।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আরব আমিরাত ও ওমানের সঙ্গে রয়েছে ভারত ও পাকিস্তান। সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

আরও পড়ুন৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের১ ঘণ্টা আগে

এবারের এশিয়া কাপ নিয়ে জটিলতা বাড়ে গত মে মাসে ভারত ও পাকিস্তান সামরিক সংঘাতে জড়ালে। এসিসির এই দুই প্রভাবশালী দেশ একে অপরের বিরুদ্ধে ক্রিকেট খেলবে না—এমন আলোচনাও ওঠে তখন। ২৪ জুলাই ঢাকায় এসিসি এজিএম হওয়া নিয়েও মুখোমুখি দাঁড়ায় দুই দেশের ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত অনলাইনে এজিএমে যোগ দেয় বিসিসিআই। এজিএমের পর এক্সে করা পোস্টে এশিয়া কাপের দিন-তারিখ ও সূচি প্রকাশ করেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি।

তবে এর মধ্যে অন্য ঘটনাও ঘটেছে। সম্প্রতি শেষ হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে ইন্ডিয়া চ্যাম্পিয়নস দলে খেলেছেন হরভজন। গ্রুপ পর্ব ও সেমিফাইনালে ইন্ডিয়া চ্যাম্পিয়নস পাকিস্তান চ্যাম্পিয়নসের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায়। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিবাদে এ টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেন ভারতের সাবেকেরা।

হরভজনের মতে, ‘জাতি সবার আগে’ এবং তিনি মনে করেন প্রতিবেশী দেশটির সঙ্গে এশিয়া কাপে খেলতে অস্বীকৃতি জানানো উচিত হবে ভারতের, ‘তাদের বুঝতে হবে, কোনটা গুরুত্বপূর্ণ ও কোনটা অগুরুত্বপূর্ণ। আমার কাছে ব্যাপারটা এমনই। যেসব সৈন্য সীমান্তে আছেন, পরিবারের সঙ্গে দেখা হয় না সেভাবে, কখনো কখনো নিজেদের জীবন উৎসর্গ করছেন এবং আর কখনোই বাড়ি ফেরেন না, তাঁদের ত্যাগ আমাদের সবার জন্যই অনেক বড় ব্যাপার। সে তুলনায় একটি ক্রিকেট ম্যাচ ছাড়াটা খুবই সামান্য বিষয়।’

আরও পড়ুনআন্তর্জাতিক টি–টোয়েন্টিতে চমকের নাম ফয়সাল২ ঘণ্টা আগে

ভারতের হয়ে ১০৩ টেস্টে ৪১৭ উইকেট নেওয়া ৪৫ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘আমাদের সরকারেরও একই অবস্থান। রক্ত ও ঘাম একসঙ্গে বইতে পারে না। সীমান্তে লড়াই চলছে আর আমরা ক্রিকেট খেলতে নেমে পড়ছি, এটা হতে পারে না। এ বড় ইস্যুগুলো সমাধান না হওয়া পর্যন্ত ক্রিকেট খুবই ছোট বিষয়। জাতি সবার আগে।’

হরভজন ব্যাখ্যা করেন, ‘আমাদের যা কিছু পরিচয়, সবই এই দেশের জন্য। সেটা আপনি খেলোয়াড়, অভিনেতা কিংবা যাই হোন—কেউ জাতির চেয়ে বড় নয়। সবার আগে দেশ এবং যে দায়িত্ব আসে, সেটা পালন করতেই হবে। দেশের বিষয়ে ক্রিকেট ম্যাচ না খেলাটা খুবই সামান্য ব্যাপার।’

২০০৭ সালে বেঙ্গালুরু টেস্টে ভারতের হরভজন সিং (বাঁয়ে) ও পাকিস্তানের শোয়েব আখতার। ওই ম্যাচের পর দুই দল আর কখনো টেস্টে মুখোমুখি হয়নি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্ত্রীর চরিত্র খারাপ বলায় পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা

একই এলাকায় বাড়ি হওয়ায় আগে থেকেই তাঁরা পূর্বপরিচিত ছিলেন। একসঙ্গে চলাফেরা করতেন। একে অন্যের বাসায় ছিল যাতায়াত। স্ত্রীর চরিত্র নিয়ে কটূক্তি ও মারধরের ঘটনায় তাঁদের মধ্যে শত্রুতা তৈরি হয়। পরে বাসায় এনে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়। লাশ গুম করতে আট টুকরা করে ট্রাভেল ব্যাগে ভরে সড়কের পাশে ফেলে যান।

গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো মাথাবিহীন আট টুকরা লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের পর তাঁদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসব তথ্য জানায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

নিহত ব্যক্তির নাম অলি মিয়া (৩৫)। বাড়ি নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামে। তিনি থাকতেন গাজীপুরের টঙ্গীতে।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মূল হোতা আপেল মাহমুদ (৪২), তাঁর স্ত্রী শাওন বেগম (৩২) ও সহযোগী সাজ্জাদ হোসেন (২৫)। তাঁদের বাড়ি নরসিংদী সদরের করিমপুর গ্রামে।

চাঞ্চল্যকর সূত্রবিহীন এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করে আজ রোববার সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব–১–এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন র‍্যাব–১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত শুক্রবার সকালে টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে দুটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। কৌতূহলবশত ব্যাগের চেইন খুলে তাঁরা লাশের টুকরা দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে পলিথিনে মোড়ানো অবস্থায় অলি মিয়ার মাথাবিহীন আট টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত অলি মিয়ার স্ত্রী শাহানা আক্তার টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেন।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, এ ঘটনায় র‍্যাব–১–এর উত্তরা সিপিসি–২ দল ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার র‍্যাব–১ ও ৭–এর যৌথ অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোন, তিনটি সিম কার্ড ও ১৫০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনকৌতূহলবশত ট্রাভেল ব্যাগটি খুলতেই বেরিয়ে এল খণ্ডিত মরদেহ০৮ আগস্ট ২০২৫

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, নিহত অলি মিয়া আসামি আপেলের স্ত্রীর চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করায় ও আপেলের ভাগনেকে হত্যার পরিকল্পনা জানতে পারায় তাঁকে হত্যার পরিকল্পনা করেন। এ ছাড়া আসামি সাজ্জাদ হোসেনকে লোকজন দিয়ে অলি মিয়া মারধর করায় সাজ্জাদও হত্যার পরিকল্পনায় যোগ দেন। আসামি আপেল ও সাজ্জাদ আগে একাধিকবার অলিকে ট্রেনের নিচে চাপা দিতে রেললাইনে নিয়ে যান। কিন্তু তখন ট্রেন না আসায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। পরে গত বুধবার অলিকে নিয়ে আসামিরা বাসায় আসেন। সকালে একসঙ্গে নাশতা করেন। এরপর আপেলের স্ত্রী রান্নাঘরে গেলে আপেল ও সাজ্জাদ দরজা বন্ধ করে অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে বেঁধে বালিশচাপায় হত্যা করেন। পরে লাশ শৌচাগারে রেখে দেন। সন্ধ্যায় বাজার থেকে ছুরি, স্কচটেপ ও কালো ব্যাগ নিয়ে এসে রাতে লাশ বিভিন্ন অংশে টুকরা করে পলিথিনে ভরেন। কিন্তু গত বৃহস্পতিবারও লাশ কোথাও ফেলার সুযোগ পাননি। শুক্রবার ভোরে লাশ থেকে গন্ধ বের হলে লাশের টুকরা ট্রাভেল ব্যাগে ভরে টঙ্গী স্টেশন রোডের হাজী বিরিয়ানি হাউজের সামনে ফেলে যান।

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা আশিকুর রহমান বলেন, আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাঁরা পেশায় ব্যবসায়ী। আসামিদের বাসার শৌচাগার থেকে হত্যার আলামত ও লাশ কাটায় ব্যবহৃত স্ক্রু–ব্লেড জব্দ করা হয়েছে। তাঁদের টঙ্গী থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
  • অভিনয়ে তাহসান-মিথিলা কন্যা
  • আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি, প্রেম জীবন নিয়ে জয়া
  • ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি’, প্রেম নিয়ে জয়া
  • স্ত্রীর চরিত্র খারাপ বলায় পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা
  • শাকিবকে নিয়ে তিন সিক্যুয়েল