রজনীকান্তের ‘কুলি’: এক পয়সাও পারিশ্রমিক নেননি আমির!
Published: 13th, August 2025 GMT
দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘কুলি’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি ও বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তামিল ভাষার এ সিনেমা পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
মুক্তির আগেই আলোচনায় উঠে এসেছে রজনীকান্তের ‘কুলি’। দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে এটি। অগ্রিম টিকিট বুকিংয়েও তার প্রমাণ পাওয়া যায়। বড় বাজেটের এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ৬৬ শতাংশ খরচ তুলে ফেলেছেন নির্মাতারা।
জানা যায়, ক্যামিও চরিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন আমির খান; যা নিয়ে এখন চর্চা চলছে। এরই মধ্যে নতুন খবর পাওয়া গেছে, ফলে বদলে গেছে চিত্রপট।
আরো পড়ুন:
মুক্তির আগেই রজনীকান্তের সিনেমার আয় ৩৪৬ কোটি টাকা
সবচেয়ে বেশি আয় করা রজনীকান্তের পাঁচ সিনেমা
একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, “রজনীকান্ত ও তার ‘কুলি’ সিনেমার টিমের প্রতি আমির খানের ভীষণ ভালোবাসা ও সম্মান রয়েছে। পুরো চিত্রনাট্য না শুনেই সিনেমাটিতে কাজ করতে সম্মতি দিয়েছিলেন আমির খান। এই ক্যামিও চরিত্র রূপায়নের মাধ্যমে তিনি এই টিমের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, এই চরিত্রের জন্য আমির খান কোনো পারিশ্রমিক নেননি।”
ডেকান হেরাল্ড এক প্রতিবেদনে দাবি করে, আমির খান তার ক্যামিও চরিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। রজনীকান্ত নিয়েছেন ২০০ কোটি রুপি। শুরুতে তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি নির্ধারিত ছিল, তবে অগ্রিম টিকিট বিক্রিতে অভাবনীয় সাড়া পাওয়ায় তা বাড়িয়ে দেওয়া হয়েছে।
অন্য অভিনেতাদের মধ্যে নাগার্জুনা আক্কিনেনি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। আর শ্রুতি হাসান পেয়েছেন ৪ কোটি রুপি। ‘বাহুবলী’ সিরিজে ‘কাটাপ্পা’ চরিত্রে রূপায়নকারী অভিনেতা সত্যরাজ পেয়েছেন ৫ কোটি রুপি, কন্নড় তারকা উপেন্দ্র পেয়েছেন ৫ কোটি রুপি। পরিচালক লোকেশ কঙ্গরাজ পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি রুপি। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন সিনেমাটির জন্য নিয়েছেন প্রায় ১৫ কোটি রুপি।
অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় দেবা চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। তার চরিত্রটি রহস্যেঘেরা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ, রচিতা রাম, কালি ভেঙ্কট, চার্লি প্রমুখ। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর রজন ক ন ত আম র খ ন রজন ক ন ত র চর ত র র আম র খ ন কর ছ ন র জন য
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে