জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের উদ্যোগে অনার্স পাঠদানকারী কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম
Published: 13th, August 2025 GMT
জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে অধিভুক্ত স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অধ্যক্ষদের সম্মিলিত অংশগ্রহণে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণকারী কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ও শিক্ষার্থীদের যথাসময়ে অনলাইনে (জুম অ্যাপস) সংযুক্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে—
আগামী ১৮ আগস্ট ২০২৫, সকাল ১০টা।
ওরিয়েন্টেশন প্রোগ্রামের স্থান—
লালমাটিয়া সরকারি মহিলা কলেজ মিলনায়তন, মোহাম্মদপুর, ঢাকা।
১.
২. ওরিয়েন্টেশনের দিন থেকে ‘পরবর্তী দুই দিন’ কলেজ চলাকালীন সময় বুথটি সক্রিয় থাকবে।
৩. যে সব কলেজে NUSDFএর শিক্ষার্থী অ্যাম্বাসেডর রয়েছে (তালিকা সংযুক্ত) সেসব কলেজে অধ্যক্ষের নেতৃত্বে দুজন শিক্ষার্থী অ্যাম্বাসেডর বুথ স্থাপন ও এর কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবে।
৪. যেসব কলেজে NUSDF অ্যাম্বাসেডর নেই সেসব কলেজের অধ্যক্ষ দুজন অ্যাম্বাসেডর শিক্ষার্থী এবং একজন শিক্ষক নির্বাচন করে দেবেন। নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থী অধ্যক্ষের নেতৃত্বে বুথ স্থাপন ও এর কার্যক্রম পরিচালনা করবেন।
অধ্যক্ষের দায়িত্ব—১. নিচের লিংক বা কিউ আর কোড স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন,
২. NUSDF অ্যাম্বাসেডর শিক্ষার্থীর সঙ্গে সমন্বয় ও দায়িত্ব বণ্টন,
৩. দুজন শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন এবং তাদের নাম, যোগাযোগ নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা,
৪. অনুষ্ঠানের ৩/৪ দিন আগে শিক্ষার্থীদের এই সম্পর্কে অবহিত করা এবং অনুষ্ঠানের দিন কলেজে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া,
৫. অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা,
৬. অনলাইন গেম উদ্বোধন হওয়ার পর বুথে গিয়ে সে গেমটি খেলতে উৎসাহ দেওয়া।
# ওরিয়েন্টেড প্রোগ্রামে যুক্ত হওয়ার লিংক:
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট :
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ