ট্রেবল জয়ের নায়ককেও বিদায় জানালো পিএসজি, দোন্নারুম্মার অধ্যায়ের সমাপ্তি
Published: 13th, August 2025 GMT
প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) বহুদিনের স্বপ্ন ছিল চ্যাম্পিয়নস লিগ জেতা। নেইমার, মেসি, এমবাপ্পে— তারকা সমাবেশে সাজানো দলও যেখানে ব্যর্থ হয়েছিল, সেখানে গত মৌসুমে সেই ইতিহাস গড়েছিল প্যারিসের ক্লাবটি। ট্রেবল জয়ের এই অভিযানে গোলবারের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। কিন্তু অবিশ্বাস্যভাবে, সেই সাফল্যের মাত্র এক মৌসুম পরই সম্পর্কের ইতি টানতে যাচ্ছে দুই পক্ষ।
আজ বুধবার (১৩) আগস্ট উয়েফা সুপার কাপে টটেনহ্যামের বিপক্ষে স্কোয়াডে নাম না থাকার পর ২৬ বছর বয়সী এই তারকা নিজেই বিদায়ের ইঙ্গিত দেন। ইনস্টাগ্রামে দেওয়া আবেগঘন বার্তায় তিনি জানান, প্রথম দিন থেকেই পিএসজির জার্সিতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। কিন্তু ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী আর তিনি দলের অংশ হবেন না। এমন বাস্তবতা তাকে হতাশ করেছে।
২০২১ সালে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে যোগ দিয়েছিলেন দোন্নারুম্মা। চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি থাকায় তিনি নবায়নের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বেতন বৃদ্ধির দাবিতে সমঝোতা ভেঙে যায়। মাসে ৮ লাখ ৫০ হাজার ইউরো বেতনের তালিকায় তিনি ছিলেন স্কোয়াডের শীর্ষ উপার্জনকারীদের একজন, আর সেই বেতন আরও বাড়ানোর চেষ্টা শেষ পর্যন্ত উল্টো কাল হয়ে দাঁড়ায়।
আরো পড়ুন:
এমবাপ্পের ঝলকে মৌসুম শুরুর আগে রিয়ালের দুর্দান্ত জয়
দেশে ফিরেছে ইতিহাস গড়া অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল
ফরাসি জায়ান্টরা ইতিমধ্যেই নতুন গোলরক্ষক নিশ্চিত করেছে। নাম তার লুকাস শেভালিয়ে। ফরাসি এই তরুণকে আনা হয়েছে ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি এবং সম্ভাব্য ১ কোটি ৫০ লাখ ইউরো বোনাসে। জানা গেছে, তাকে সরাসরি “নাম্বার ওয়ান” হিসেবে দলে ভেড়ানো হয়েছে, যা দোন্নারুম্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনাকে আরও জোরালো করেছে।
সংবাদ সম্মেলনে কোচ লুইস এনরিকে বলেন, “দোন্নারুম্মা বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শীর্ষ পর্যায়ের ফুটবলে সিদ্ধান্তগুলো কখনো সহজ হয় না। দলের জন্য যেই ধরনের গোলরক্ষক দরকার, আমরা সেই প্রোফাইল খুঁজেছি।” পায়ে বল খেলার দক্ষতাকে গুরুত্ব দিয়ে শেভালিয়েকে বেছে নেওয়ার কথা স্পষ্ট করেন তিনি।
পিএসজির অধিনায়ক মার্কিনহোস বিদায়ী সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বলেন, “গত মৌসুমের সাফল্যে দোন্নারুম্মার অবদান অসাধারণ। জীবন ও ফুটবলে বিদায় অনিবার্য, কিন্তু যদি সে থেকে যায়, আমরা তাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করব।”
চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে লিভারপুল, আর্সেনাল, অ্যাস্টন ভিলার বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভের মাধ্যমে দোন্নারুম্মা প্যারিসকে ইউরোপের সেরা বানিয়েছিলেন। তবুও ফুটবলের বাস্তবতায়, সেই নায়ককেই এখন নতুন গন্তব্য খুঁজতে হচ্ছে। তিনি আশা করছেন, পার্ক দেস প্রিন্সেসে শেষবারের মতো মাঠে নেমে সমর্থকদের চোখে চোখ রেখে বিদায় বলতে পারবেন।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল প এসজ প এসজ ফ টবল
এছাড়াও পড়ুন:
ডিমে শিশুর অ্যালার্জি কেন হয়, কীভাবে বুঝবেন, সমাধান কী
কেন হয়
শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থা পুরোপুরি গড়ে না ওঠায় অনেক সময় ডিমের প্রোটিনকে শরীর ‘অচেনা’ বা ক্ষতিকর হিসেবে ভুলভাবে শনাক্ত করে। ফলে ঠিক যেভাবে রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা কাজ করে, একই ধরনের প্রতিক্রিয়া এখানে সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা পরেও দেখা দিতে পারে।
লক্ষণ● ত্বকে লাল লাল চাকা, একজিমা।
● পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা মুখের চারপাশে চুলকানো।
● সর্দি, শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ, শ্বাসকষ্ট হওয়া।
● দ্রুত হৃৎস্পন্দন, রক্তচাপ কমে যাওয়া।
● অ্যানাফাইলেকসিস শক।
আরও পড়ুনডিম দিনে কয়টি ও কীভাবে খাবেন০৫ জুলাই ২০২৫রোগনির্ণয়● শিশুকে প্রথম ডিম খাওয়ানোর সময় অ্যালার্জি উপসর্গ বোঝা যায়।
● চিকিৎসক যদি মনে করেন ডিম বা ডিমযুক্ত খাবার খেলে অ্যালার্জি হয়, তবে তা স্কিন টেস্ট করে নিশ্চিত হতে পারেন।
চিকিৎসা● ডিম ও ডিমযুক্ত খাবার না খাওয়া।
● অ্যালার্জি প্রতিক্রিয়া দমনে অ্যান্টি হিস্টামিন, মারাত্মক অ্যানাফাইলেকসিসে শক ইনজেকশন এপিনেফ্রিন ব্যবহার।
● ডিমে অ্যালার্জি থাকলে কিছু খাদ্য উপাদান পরিহার করা যেমন—এলবুমিন, গ্লোবুলিন ইত্যাদি।
অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আরও পড়ুনডিমের কমলা, না হলুদ কুসুম—কোনটি বেশি স্বাস্থ্যকর৩১ অক্টোবর ২০২৫