প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) বহুদিনের স্বপ্ন ছিল চ্যাম্পিয়নস লিগ জেতা। নেইমার, মেসি, এমবাপ্পে— তারকা সমাবেশে সাজানো দলও যেখানে ব্যর্থ হয়েছিল, সেখানে গত মৌসুমে সেই ইতিহাস গড়েছিল প্যারিসের ক্লাবটি। ট্রেবল জয়ের এই অভিযানে গোলবারের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। কিন্তু অবিশ্বাস্যভাবে, সেই সাফল্যের মাত্র এক মৌসুম পরই সম্পর্কের ইতি টানতে যাচ্ছে দুই পক্ষ।

আজ বুধবার (১৩) আগস্ট উয়েফা সুপার কাপে টটেনহ্যামের বিপক্ষে স্কোয়াডে নাম না থাকার পর ২৬ বছর বয়সী এই তারকা নিজেই বিদায়ের ইঙ্গিত দেন। ইনস্টাগ্রামে দেওয়া আবেগঘন বার্তায় তিনি জানান, প্রথম দিন থেকেই পিএসজির জার্সিতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। কিন্তু ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী আর তিনি দলের অংশ হবেন না। এমন বাস্তবতা তাকে হতাশ করেছে।

২০২১ সালে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে যোগ দিয়েছিলেন দোন্নারুম্মা। চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি থাকায় তিনি নবায়নের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বেতন বৃদ্ধির দাবিতে সমঝোতা ভেঙে যায়। মাসে ৮ লাখ ৫০ হাজার ইউরো বেতনের তালিকায় তিনি ছিলেন স্কোয়াডের শীর্ষ উপার্জনকারীদের একজন, আর সেই বেতন আরও বাড়ানোর চেষ্টা শেষ পর্যন্ত উল্টো কাল হয়ে দাঁড়ায়।

আরো পড়ুন:

এমবাপ্পের ঝলকে মৌসুম শুরুর আগে রিয়ালের দুর্দান্ত জয়

দেশে ফিরেছে ইতিহাস গড়া অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

ফরাসি জায়ান্টরা ইতিমধ্যেই নতুন গোলরক্ষক নিশ্চিত করেছে। নাম তার লুকাস শেভালিয়ে। ফরাসি এই তরুণকে আনা হয়েছে ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি এবং সম্ভাব্য ১ কোটি ৫০ লাখ ইউরো বোনাসে। জানা গেছে, তাকে সরাসরি “নাম্বার ওয়ান” হিসেবে দলে ভেড়ানো হয়েছে, যা দোন্নারুম্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনাকে আরও জোরালো করেছে।

সংবাদ সম্মেলনে কোচ লুইস এনরিকে বলেন, “দোন্নারুম্মা বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শীর্ষ পর্যায়ের ফুটবলে সিদ্ধান্তগুলো কখনো সহজ হয় না। দলের জন্য যেই ধরনের গোলরক্ষক দরকার, আমরা সেই প্রোফাইল খুঁজেছি।” পায়ে বল খেলার দক্ষতাকে গুরুত্ব দিয়ে শেভালিয়েকে বেছে নেওয়ার কথা স্পষ্ট করেন তিনি।

পিএসজির অধিনায়ক মার্কিনহোস বিদায়ী সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বলেন, “গত মৌসুমের সাফল্যে দোন্নারুম্মার অবদান অসাধারণ। জীবন ও ফুটবলে বিদায় অনিবার্য, কিন্তু যদি সে থেকে যায়, আমরা তাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করব।”

চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে লিভারপুল, আর্সেনাল, অ্যাস্টন ভিলার বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভের মাধ্যমে দোন্নারুম্মা প্যারিসকে ইউরোপের সেরা বানিয়েছিলেন। তবুও ফুটবলের বাস্তবতায়, সেই নায়ককেই এখন নতুন গন্তব্য খুঁজতে হচ্ছে। তিনি আশা করছেন, পার্ক দেস প্রিন্সেসে শেষবারের মতো মাঠে নেমে সমর্থকদের চোখে চোখ রেখে বিদায় বলতে পারবেন। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল প এসজ প এসজ ফ টবল

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ