পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মেইন পিলার ৭৫৭-এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের পাঠানো হয়। পরে তাদের আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। 

আটকদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। তারা যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবি ও পুলিশ জানায়, বুধবার সকালে বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়রা তাদের আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে ঘাগড়া সীমান্ত ফাঁড়িতে নেয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “পুশইন সংক্রান্ত আটক ২৩ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগসহ পরিচয় যাচাই করা হচ্ছে। বাংলাদেশি পরিচয় নিশ্চিত হলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

বিজিবির দেওয়া তথ্য মতে, গত তিন মাসে ১১ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৬৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।

ঢাকা/নাঈম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেছে। 

বুধবার (১৩ আগস্ট) ভোরে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর একটি টহল দল বুড়িমারী সীমান্ত এলাকার মাছিরবাড়ি নামক স্থান থেকে তাদের আটক করে। 

আটক পুরুষর হলেন- মো. মোশাররফ হোসেন (৫০), তার তিন ছেলে মো. রাব্বি হোসেন (২৬), মো. নাহিদ হাসান (২৪) ও মো. সজীব আলী (১৬)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে।

আরো পড়ুন:

ঝিনাইদহ সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ

আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

বিজিবি সূত্র জানায়, আটককৃত ব্যক্তিরা প্রায় ১০ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তারা দেশটির গুজরাট রাজ্যের শচীন এলাকায় হকারি করতেন। ৯৮ বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিলে বিজিবি তাদের আটক করে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃত ৯ জন বর্তমানে ৬১ বিজিবির হেফাজতে আছেন। আজ বিকেলে তাদের পাটগ্রাম থানায় সোপর্দ করবে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা/সিপন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • পাঁচবিবি সীমান্ত দিয়ে একই পরিবারের ৫ সদস্যকে ফেরত পাঠাল বিএসএফ
  • চুয়াডাঙ্গায় ২২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • লালমনিরহাট সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ
  • ঝিনাইদহ সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
  • আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • ফেনী সীমান্ত থেকে ধরে নেওয়ার সাত ঘণ্টা পর কৃষককে ফেরত দিল বিএসএফ
  • ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • সীমান্ত হত্যা, পুশ ইন, চোরাচালান ও সীমান্ত উত্তেজনা নিয়ে আলোচনা হবে