নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ৩ প্যানেলের মনোনয়নপত্র জমা
Published: 13th, August 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন (২০২৫-২০২৬) সালের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক মনোনীত এড. সরকার হুমায়ুন কবির ও এড. এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে পূর্ণ প্যানেল এবং জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত এড. হাফিজুর রহমান ও এড. মোহা.
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর নারায়ণগঞ্জ বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এড. আব্দুল বারী ভূঁইয়া, নির্বাচন কমিশনার এড. বোরহানউদ্দিন সরকার, এড. আজিজুর রহমান মোল্লা, এড. আবু বকর সিদ্দিক, এড. সুমন মিয়া ও এড. মতিউর রহমান মতিনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তাঁরা।
এছাড়াও স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে সহ- সভাপতি পদে এড. মোহাম্মদ আলী, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. হাফিজুর রহমান মাসুদ মনোয়নপত্র জমা দিয়েছেন। মোট প্রার্থী ৫০জন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক মনোনীত এড. সরকার হুমায়ুন কবির ও এড. এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে পূর্ণ প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি পদে এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক পদে এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক পদে এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মামুন মাহমুদ, সদস্য পদে এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হান।
জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের প্যানেলের প্রার্থীরা হলে সভাপতি পদে এড. এ. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি পদে এড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পদে এড. মোহা. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. আল আমিন, কোষাধ্যক্ষ পদে এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক পদে এড. মোহাম্মদ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে এড. মোহাম্মদ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মো. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে এড. নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মাসুদুর রহমান, সদস্য পদে এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. সাইফুল ইসলাম ও এড. তাওফিকুল ইসলাম।
আইনজীবী ঐক্য পরিষদের নামে এড. রেজাউল করিম খান রেজা এবং এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব নেতৃত্বে প্যানেলের সিনিয়র সহ সভাপতি পদে এড. সামসুজ্জামান খোকা, সহ সভাপতি পদে এড. আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ এড. মো. আব্দুল মোমেন, আপ্যায়ন সম্পাদক পদে এড. শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক পদে এড. আলী আজম, ক্রীড়া সম্পাদক পদে এড. মো. আফজাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতি পদে এড. নার্গিস পারভীন, সমাজসেবা সম্পাদক পদে এড. শেখ মোহাম্মদ গোলাম রসূল রসরু, আইন ও মানবাধিকার পদে এড. মো. হাবিবুর রহমান মাসুম, সদস্য পদে এড. আব্দুল রউফ ও এড. আনোয়ারুল আজিম চৌধুরী।
উল্লেখ্য - আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সকাল নয়টা হতে বিকেলে সাড়ে চারটা পর্যন্ত আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল র রহম ন ম ম হ ম মদ ল ইসল ম আইনজ ব
এছাড়াও পড়ুন:
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই ফরম নিলেন ৭ জন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রথম দিনে ডাকসুর বিভিন্ন পদে প্রার্থী হতে ইচ্ছুক ৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক জসীম উদ্দিন বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ডাকসুর প্রার্থীরা সিনেট ভবনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কক্ষ থেকে এবং হল সংসদের প্রার্থীরা নিজ নিজ হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। প্রথম দিনে ডাকসুর প্রার্থী হিসেবে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যাঁদের মধ্যে সহসভাপতি পদে ২ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১ জন এবং ৪ জন সদস্য পদে ফরম নিয়েছেন। আর হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনের হিসাবটা এখনো পাওয়া যায়নি।
এই শিক্ষক আরও বলেন, আচরণবিধি মেনে সবাই ফরম নিচ্ছেন। সাতজনের মধ্যে একজন ফরম পূরণ করে জমাও দিয়েছেন। এটা অত্যন্ত ইতিবাচক দিক বলে তাঁরা মনে করছেন।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং কর্মকর্তার দপ্তরে গিয়ে দেখা যায়, প্রার্থীরা সশরীর এসে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সেখানে তেমন ভিড় দেখা যায়নি।
প্রথম দিনে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোস্তাকিম মাহমুদ রাহিম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছি। পরে জমা দেব। প্রার্থী হিসেবে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড যাতে বজায় থাকে, সেই প্রত্যাশা থাকবে। তারপর ফলাফল যা-ই হোক না কেন, আশা করি সবাই মেনে নেবেন।
মনোনয়নপত্র বিতরণের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীরা ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা ৩টা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা ১টার সময় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রতিটি মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।