কয়েকজন দেখলেন, এক তরুণী সেতু থেকে নদীতে লাফিয়ে পড়ছেন
Published: 13th, August 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন এক তরুণী। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বরমী ইউনিয়নের ত্রিমোহনী সেতু থেকে সুতিয়া নদীতে ওই তরুণী ঝাঁপ দেন। তাঁকে উদ্ধারে বেলা দুইটা থেকে নদীতে অনুসন্ধান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
জুতা দেখে ওই তরুণীর পরিচয় শনাক্ত করেছেন তাঁর স্বজনেরা। তরুণীর নাম লামিয়া আক্তার (১৯)। তিনি শ্রীপুরের বরমী ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি ময়মনসিংহের পাগলা থানার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
খলিলুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, দূর থেকে কয়েকজন ব্যক্তি এক তরুণীকে সেতু থেকে নদীতে লাফিয়ে পড়তে দেখেছেন। পরে স্থানীয় এক ব্যক্তি নদীতে নেমে তাঁকে উদ্ধার করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নাগাল পাননি। এর আগেই তলিয়ে যান ওই তরুণী।
লামিয়ার বাবা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সেতুতে রাখা জুতাগুলো আমার মেয়ের। তাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। জুতা দেখে ধারণা করছি, আমার মেয়ে সেখান থেকে লাফিয়ে পড়েছে। তবে কেন সে এমনটা করল, তা ধারণা করতে পারছি না।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই তরুণীর খোঁজে অনুসন্ধান চালাচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিটিভিতে আবার শোনা যাবে, ‘আমরা নতুন, আমরা কুঁড়ি...’
প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে নতুন কুঁড়ি। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেজে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্মৃতিকাতর হয়েছেন—কারও মনে পড়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতি, কারও মনে ভেসে উঠেছে শৈশবের প্রিয় অনুষ্ঠানটির দৃশ্য। ফেসবুকে অনেকে ছবিও শেয়ার করেছেন।
১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচারিত হয় ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতা থেকে। যার প্রথম ১৫ লাইন অনুষ্ঠানের সূচনাসংগীত হিসেবে ব্যবহৃত হতো।
স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় আবার শুরু হয় ‘নতুন কুঁড়ি’। সে সময় বিটিভির অন্যতম আলোচিত এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পান। ২০০৫ সাল পর্যন্ত চলে এ অনুষ্ঠান। পরে নানা কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বিটিভি। ২০২০ সালে অনুষ্ঠানটি আবার শুরু করার খবর শোনা গিয়েছিল। কিন্তু পরে বলা হয়, কোভিড মহামারির কারণে সেটা আর সম্ভব হয়নি।
তিন দশকে নতুন অনেক তারকার জন্ম দিয়েছে নতুন কুঁড়ি। অনেকে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। তাঁদের মধ্যে আছেন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে। এ তালিকায় আছেন সামিনা চৌধুরীসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পীও।