চমকে দেওয়া ‘সাইয়ারা’ রহস্যের খোঁজে
Published: 14th, August 2025 GMT
সালমানের ছবি চলেনি। একই হাল হয়েছে অনেক বড় তারকা অভিনীত সিনেমাও। ‘অ্যানিমেল’-এর পর থেকে সহিংস অ্যাকশন সিনেমার চল শুরু হয়েছিল বলিউডে, এখন আর সে ধরনের সিনেমাও চলছে না। কিন্তু হঠাৎই দৃশ্যপটে হাজির হয় ‘সাইয়ারা’। আনকোরা দুই অভিনেতাকে নিয়ে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। কিন্তু কী জাদুতে এতটা মাতল করল সিনেমাটি?
আরও পড়ুনকোন মন্ত্রে মাত করল ‘সাইয়ারা’০৬ আগস্ট ২০২৫আমির ও করণের প্রশংসা
মাত্র ৪৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি সারা দুনিয়া মিলিয়ে এর মধ্যেই ৫৮০ কোটি রুপি আয় করে ফেলেছে। সাধারণ দর্শক, সমালোচক ছাড়াও তারকারা কথা বলছেন সিনেমাটির সাফল্য নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটির সাফল্য বিশ্লেষণ করেছেন আমির খানও। তাঁর ভাষায়, ‘প্রতিটি প্রজন্মের আলাদা পছন্দ থাকে। একজন সৃজনশীল মানুষ হিসেবে আমি চাই বিভিন্ন রকম গল্প খুঁজে বের করতে, যা সব ধরনের দর্শকের মনে দাগ কাটতে পারে।’ তিনি মনে করেন, ‘সাইয়ারা’র আবেগঘন গল্প বলার ধরন ও তরুণ প্রজন্মের সঙ্গে সম্পর্কিত থিমই জেন–জেড দর্শকের মন জয় করেছে।
ছবির সাফল্যে আমির খানের প্রযোজনা সংস্থা এক বিবৃতিতে নবাগত দুই অভিনেতা আহান পান্ডে ও অনীত পাড্ডার অভিনয় ও তাঁদের পর্দার রসায়নের প্রশংসা করেছে। মোহিত সুরির পরিচালনা ও প্রযোজনা জন্য যশরাজ ফিল্মসকেও ধন্যবাদ দিয়েছে সংস্থাটি।
‘সাইয়ারা’র প্রশংসা করেছেন বলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক ও প্রযোজক করণ জোহর। তিনি মনে করেন, এ ছবি বলিউডে আবার রোমান্টিক সিনেমার দিন ফিরিয়ে আনবে। ছবিটি দেখে তাঁর সৃজনশীল সত্তা নতুন করেও জেগে উঠবে বলেও উল্লেখ করেন করণ। করণ জোহর জানান, মোহিত সুরির সাম্প্রতিক সিনেমা তাঁকে কতটা অনুপ্রাণিত করেছে। তাঁর ভাষ্যে, ‘অনেক দিন পর কিছু দেখার পর সত্যি সত্যি অনুপ্রাণিত হলাম। মনে হচ্ছে, আমাকেও একটা রোমান্টিক সিনেমা বানাতে হবে।’ একই সময় তিনি প্রথমসারির তারকাদের কড়া সমালোচনাও করেন। করণ বলেন, ‘আমার মনে হয়, আজকাল অনেক বড় তারকা চ্যালেঞ্জ নিতে চান না। বক্স অফিস তাঁদের কাছে খুব বড় হয়ে গেছে।’
‘সাইয়ারা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
বগুড়ায় অনলাইন জুয়া সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে মো. রাসেল (২৮) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
নিহত রাসেল সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ার মো. আবু বক্করের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায় ওই কিশোর। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেলের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় ওই কিশোর।
গুরুতর আহত অবস্থায় রাসেলের পরিবারের সদস্যরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই এক কিশোরকে আমরা আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, রাসেল এবং সে দুজনেই অনলাইনে জুয়া খেলত। জুয়া খেলার টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, যার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে।”
ওসি জানান, অভিযুক্তকে থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/এনাম/এস