জুলাই গণ-অভ্যুত্থানে ‘সাহসী সাংবাদিক’ সম্মাননা পেয়েছেন ফরিদপুরে জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি শেখ ফয়েজ আহমেদ। ‌গত ৩ আগস্ট তাকে এই সম্মাননা দেয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। তাকে সম্মাননা দেওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে। 

শেখ ফয়েজ আহমেদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ফরিদপুর জেলা শাখার সভাপতি। তিনি সমবায় ব্যাংকের সঙ্গে যুক্ত। তিনি নিজেকে সাপ্তাহিক বাংলা সংবাদ ও চ্যানেল এসের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। 

ফরিদপুরে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২০২৪ সালের ১০ অক্টোবর শেখ মুজাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় মামলা করেন। ওই মামলায় শেখ ফয়েজ আহমেদ ৯৭ নম্বর আসামি। এটিই ফরিদপুরে আন্দোলন সংক্রান্ত একমাত্র মামলা। 

আরো পড়ুন:

গোবিপ্রবিতে সাংবাদিকতা বিষয়ে সেমিনার

গাজীপুরে সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা 

গত ৩ আগস্ট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে তিনি সম্মাননা পান। সম্প্রতি বিষয়টি তিনি নিজের ফেসবুকে পোস্ট করে জানান। সেখানে তিনি জানান, ২০২৪ সালে সাংবাদিকতায় সাহসী ভূমিকার জন্য তাঁকে সম্মাননাপত্র, ক্রেস্ট ও চেক দেওয়া হয়েছে। 

বিষয়টি জানাজানি হলে বুধবার (১৩ আগস্ট) আবরার নাদিম, কাজী রিয়াজ, সোহেল রানা, মাহমুদুল হাসানসহ জুলাই আন্দোলনের একটি প্রতিনিধিদল জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিত সম্মাননা জানানোর ওই ঘটনার প্রতিবাদ জানান। তারা সম্মাননা প্রত্যাহার করে প্রকৃত সাহসী সাংবাদিকদের মূল্যায়নের দাবি জানিয়েছেন।

ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল বলেন, “এই ঘটনা জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা পালনকারী সাংবাদিকদের প্রতি অবমাননা। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

রাইজিংবিডি ডটকমের কাছে শেখ ফয়েজ নিজের পক্ষে জানান, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং যথাযথ যাচাই-বাছাইয়ের পরই তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো.

মোজাম্মেল হক জানান, তিনি এই সম্মাননা প্রক্রিয়া সম্পর্কে অবগত নন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, “ফরিদপুর থেকে শেখ ফয়েজই একমাত্র আবেদনকারী ছিলেন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু ঘাটতি থাকায় এমনটি হয়েছে।”

ঢাকা/তামিম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
                               লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
                                 লেভেল-৩/টার্ম-২,
                                 লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:

২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
                               লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
                                লেভেল-৩/টার্ম-২,
                                 লেভেল-৪/টার্ম-২,
                                লেভেল-৫/টার্ম-২।

আরও পড়ুনএডিবি বৃত্তি: টোকিও বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ৭ ঘণ্টা আগেকোর্স রেজিস্ট্রেশনের তারিখ—

কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে আইসিটি বিষয়, কারা পড়াবেন২০ সেপ্টেম্বর ২০২৫ক্লাস ও পরীক্ষার সময়

১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫:  ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস:  ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬  থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।

#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd

আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আর মাত্র কয়েক ঘণ্টা...
  • বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
  • সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা
  • আফগানিস্তানে কী কী বই নিষিদ্ধ হলো, তালেবান কী বার্তা দিচ্ছে
  • লোপেজ বললেন, ‘বিচ্ছেদ জীবনের সেরা ঘটনা’