বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হচ্ছে দক্ষিণাঞ্চলে। আবাহাওয়া অধিদপ্তর বলছে, দেশে আজ বৃহস্পতিবার খুব বেশি মাত্রায় বেশির সম্ভাবনা কম। কারণ, এ লঘুচাপ অপেক্ষাকৃত দুর্বল। আর এর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও কম। সে জন্য বৃষ্টি আগামীকাল শুক্রবারই কমে যেতে পারে। তবে আগামী রোববার থেকে তা আবারও বাড়তে পারে। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোয় গতকাল বুধবার দেওয়া সতর্কসংকেত আজও বহাল আছে।

আজ সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.

ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, আজ যে বৃষ্টি হচ্ছে, তা মৌসুমি বায়ুর সঙ্গে লঘুচাপ মিলে যাওয়ার ফল। তবে এ লঘুচাপ অনেকটা দুর্বলই বলা যায়। আর এটি বাংলাদেশের উপকূলকে ততটা প্রভাবিত করবে না।

তবে আজ এই লঘুচাপের কারণে মূলত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। লঘুচাপের প্রভাব খুলনা ও বরিশালেই বেশি পড়তে পারে বলে জানান ওমর ফারুক। তিনি বলেন, আজই কিছুটা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমে যেতে পারে। আবার রোববার থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে।

এবারের লঘুচাপের স্থল নিম্নচাপ হওয়ার সম্ভাবনা কম। তবে লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেওয়া ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত আজও বহাল আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা, এই ১২ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ৯৮ মিলিমিটার।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘আমজাদ ভাই এমনভাবে বলেন যে আর না করতে পারিনি’

তাঁর পরিচয় তিনি লেখক, অভিনয়শিল্পী, পরিচালক। আজ প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের জন্মদিন। ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন আমজাদ হোসেন। জন্মদিন উপলক্ষে আমজাদ হোসেন সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু জানা–অজানা তথ্য।
ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করেন আমজাদ হোসেন। তৃতীয় শ্রেণিতে প্রথম ছড়া লেখেন, যা প্রকাশিত হয়েছিল ‘আজাদ’ পত্রিকায় শিশুদের পাতায়। ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হওয়ার পর কাউকে না জানিয়ে গোপনে কলকাতার দেশ পত্রিকায় কবিতা লিখে পাঠান। প্রকাশের আগেই দেশ পত্রিকা থেকে সম্পাদক সাগরময় ঘোষ আমজাদ হোসেনকে একটি চিঠি পাঠান। পঞ্চাশের দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন।

সিনেমায় আমজাদ হোসেনের পথচলা শুরু হয় অভিনয় দিয়ে। ১৯৬১ সালে ‘তোমার আমার’ সিনেমার মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। পরবর্তী সময়ে তিনি কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।

আমজাদ হোসেন। ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ