বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হচ্ছে দক্ষিণাঞ্চলে। আবাহাওয়া অধিদপ্তর বলছে, দেশে আজ বৃহস্পতিবার খুব বেশি মাত্রায় বেশির সম্ভাবনা কম। কারণ, এ লঘুচাপ অপেক্ষাকৃত দুর্বল। আর এর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও কম। সে জন্য বৃষ্টি আগামীকাল শুক্রবারই কমে যেতে পারে। তবে আগামী রোববার থেকে তা আবারও বাড়তে পারে। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোয় গতকাল বুধবার দেওয়া সতর্কসংকেত আজও বহাল আছে।

আজ সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.

ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, আজ যে বৃষ্টি হচ্ছে, তা মৌসুমি বায়ুর সঙ্গে লঘুচাপ মিলে যাওয়ার ফল। তবে এ লঘুচাপ অনেকটা দুর্বলই বলা যায়। আর এটি বাংলাদেশের উপকূলকে ততটা প্রভাবিত করবে না।

তবে আজ এই লঘুচাপের কারণে মূলত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। লঘুচাপের প্রভাব খুলনা ও বরিশালেই বেশি পড়তে পারে বলে জানান ওমর ফারুক। তিনি বলেন, আজই কিছুটা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমে যেতে পারে। আবার রোববার থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে।

এবারের লঘুচাপের স্থল নিম্নচাপ হওয়ার সম্ভাবনা কম। তবে লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেওয়া ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত আজও বহাল আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা, এই ১২ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ৯৮ মিলিমিটার।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ