ভোলাহাটে ১৩ জনকে ঠেলে দিলো বিএসএফ
Published: 14th, August 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে ওই ১৩ জনকে ঠেলে পাঠায়। পরে বিজিবির চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মন (৩৪), রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০), মেহেদী হাসান মুন্না (২৯), সেলিম (২৯), মেহের আলী (৩২), রহমত (৪০), রুলাস (৩২), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মোশারফ আলী (২১)।
রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, কুষ্টিয়া, পঞ্চগড়, লালমনিরহাট, খুলনা, কুমিল্লা, টাঙ্গাইল ও যশোরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “আটকরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা ২০২৩ সাল থেকে ২০২৫ সালের বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেন। অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। পরে সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সাজাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদেরকে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাছে হস্তান্তর করেন। কাঞ্চান্টার বিএসএফ তাদের চামুচা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।”
তিনি আরও বলেন, “ভোরে ১৯৬/২-এস এর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি তাদের আটক করে। আটকদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।”
এর আগে গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও গত ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে ঠেলে দেয় বিএসএফ।
ঢাকা/শিয়াম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, একইদিন সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে নুরুল ইসলামকে ধরে নিয়ে যায় বিএসএফ। তিনি বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদ ছেলে।
আরো পড়ুন:
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গুলির শব্দ
ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ তাকে (নুরুল ইসলাম) আটক করে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে ফেরত দিয়েছে। তিনি কেন সীমান্ত এলাকায় গিয়েছিলেন সে বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।”
ঢাকা/সাহাব/মাসুদ