মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেরত পাঠানো ব্যক্তিদের সবাই ফরিদপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও ছয় শিশু। প্রাপ্তবয়স্কের কেউ কেউ কাজের সন্ধানে ২০-২৫ বছর আগে ভারতে গিয়েছিলেন।

পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার সজল কুমার।

বিজিবির হাতে আটকের পর আবু সাইদ (৪৫) নামের একজন বলেন, ‘১১ বছর হলো হলো পরিবার নিয়ে ভারতে বসবাস করছিলাম। আমার সেখানে একটি ছেলে হয়। জন্মসূত্রে ছেলেটি ভারতীয় নাগরিক। এরপরও পুলিশ আমাদের ধরে বিএসএফের কাছে দিয়েছে। পরে তাঁরা বিজিবির কাছে ফেরত পাঠায়।’

আটক ব্যক্তিদের মুজিবনগর থানায় হস্তান্তর করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল বলেন, তাঁদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা বাংলাদেশ থেকে দীর্ঘদিন আগে ভারতে গিয়েছিলেন। সেখানে পরিবার নিয়ে বসবাস করতেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম জ বনগর ব এসএফ

এছাড়াও পড়ুন:

আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১৪জন বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে একই পরিবারের ৮ সদস্য রয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হরিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৫৬-এর কাছাকাছি বসতপুর নামক স্থানে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। 

বিজিবি সূত্র জানায়, গত ১১ আগস্ট বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর বেতনা বিওপির বিপরীতে ভারতের কাদেরগঞ্জ এলাকায় সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে ১৪ জনকে আটক করে বিএসএফ। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

আরো পড়ুন:

ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গুলির শব্দ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপাথ জেলার একটি পাপস ফ্যাক্টরিতে কাজ করতে গিয়েছিলেন তারা। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, “তাদের আটকের পর হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে আবার ১৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • ভোলাহাটে ১৩ জনকে ঠেলে দিলো বিএসএফ
  • দর্শনা সীমান্তে বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক, ২২ বাংলাদেশিকে হস্তান্তর
  • চার সীমান্ত এলাকা দিয়ে ৪৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • পাঁচবিবি সীমান্ত দিয়ে একই পরিবারের ৫ সদস্যকে ফেরত পাঠাল বিএসএফ
  • চুয়াডাঙ্গায় ২২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • ঘাগড়া সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে দিলো বিএসএফ
  • ঝিনাইদহ সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
  • আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ