Risingbd:
2025-10-03@03:56:24 GMT

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১২৩ জন

Published: 14th, August 2025 GMT

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১২৩ জন

গাজা শহর দখলের পরিকল্পনা বাস্তবায়নের আগে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১২৩ জন নিহত হয়েছে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

২৪ ঘন্টার এই মৃত্যুর সংখ্যা এক সপ্তাহের মধ্যে সবচেয়ে খারাপ ছিল। 

বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বিমান ও ট্যাঙ্ক গাজা শহরের পূর্বাঞ্চলে ব্যাপক বোমাবর্ষণ করেছে, রাতভর জেইতুন এবং শেজাইয়া পাড়ায় অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। 

আল-আহলি হাসপাতাল জানিয়েছে যে জেইতুনের একটি বাড়িতে বিমান হামলায় ১২ জন নিহত হয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্ব দিকে ট্যাঙ্কগুলো বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস করেছে, অন্যদিকে কেন্দ্রস্থলে ইসরায়েলি বন্দুকযুদ্ধে দুটি পৃথক ঘটনায় নয়জন ত্রাণপ্রার্থী নিহত হয়েছে বলে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় গাজায় অনাহার ও অপুষ্টিতে তিন শিশুসহ আরও আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় অনাহারে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জন শিশুসহ ২৩৫ জন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ