ক্লোজআপ ওয়ান তারকা পিয়া বৈশ্য। বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন তিনি। ‘আমারে কান্দাইয়া তুমি’ শিরোনামের গানটি রচনা করেছেন সঞ্জয় সরকার। সুরারোপ করেছেন হাবিব মোস্তফা। অণু মোস্তাফিজের সঙ্গীতায়োজনে সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ড হয়েছে। ভিডিও দৃশ্যে পিয়া বৈশ্য নিজেই ঠোঁট মিলিয়েছেন। 

‘আমারে কান্দাইয়া তুমি’ গানটি প্রসঙ্গে পিয়া বৈশ্য বলেন, ‘‘সঞ্জয় সরকারের কথায় এবং হাবিব মোস্তফার সুরে এই প্রথম গান গেয়েছি। গানটির কথা ও সুর ভালো লেগেছে। পাশাপাশি অণু মোস্তাফিজের সঙ্গীতায়োজনও গানটিতে বাড়তি মাত্রা যুক্ত করেছে। আশা করছি গানটি স্রোতাদেরও ভালো লাগবে।’’ 

গীতিকার সঞ্জয় সরকার বলেন, ‘‘শিল্পী, সুরকার এবং সঙ্গীতায়োজক- সকলের সম্মিলিত চেষ্টায় গানটি আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর হয়েছে। স্রোতাদের ভালো লাগলেই সে চেষ্টা সার্থক হবে।’’

২০০৫ সালে এনটিভির ক্লোজআপ ওয়ান (সিজন ওয়ান) সঙ্গীত প্রতিযোগিতার সেরা ১০-এ স্থান পেয়েছিলেন কণ্ঠশিল্পী পিয়া বৈশ্য। সে সময় প্রতিযোগিতার অন্যতম বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল তার উপাধি দিয়েছিলেন ‘লালন কন্যা’। সাধারণত লালন সাঁইজি এবং জালাল উদ্দীন খাঁর গানই বেশি করেন তিনি। তবে ওই প্রতিযোগিতায় জুলফিকার রাসেলের কথায় ও বাপ্পা মজুমদারের সুরে ‘তুমি অনুরোধ না আদেশ করো’ শিরোনামের একটি আধুনিক ধারার মৌলিক গান গেয়েও তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। 

বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী পিয়া বৈশ্য মঞ্চে এবং নিজস্ব ইউটিউব চ্যানেলে লোকসঙ্গীত গেয়ে থাকেন। 

ঢাকা/রাহাত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত গ্যাস পাইপলাইনের সংস্কার করছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আগামীকাল শুক্রবার ঢাকা ও পাশের কিছু এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের লাইনে যুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিতাস বলেছে, ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর এবং কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশে বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সম্পর্কিত নিবন্ধ