দুদিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের ২ মন্ত্রী
Published: 15th, August 2025 GMT
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি পেতে চলেছে। আগামী সপ্তাহে মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসবেন। এরপর ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
প্রথমে ইসহাক দারের এই সফর হওয়ার কথা ছিল ২৭ এপ্রিল। তবে ২২ এপ্রিল ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির কারণে সেই সফর স্থগিত করা হয়।
জানা গেছে, সফরকালে ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকের পর দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হবে। এর মধ্যে রয়েছে- দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত সমঝোতা।
অন্যদিকে, জাম কামাল খানের সফরকালে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দেবেন দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবেরা।
ঢাকা/হাসান/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট র মন ত র
এছাড়াও পড়ুন:
রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।