বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি পেতে চলেছে। আগামী সপ্তাহে মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। 

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসবেন। এরপর ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

প্রথমে ইসহাক দারের এই সফর হওয়ার কথা ছিল ২৭ এপ্রিল। তবে ২২ এপ্রিল ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির কারণে সেই সফর স্থগিত করা হয়।

জানা গেছে, সফরকালে ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.

মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকের পর দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হবে। এর মধ্যে রয়েছে- দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত সমঝোতা।

অন্যদিকে, জাম কামাল খানের সফরকালে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দেবেন দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবেরা।

ঢাকা/হাসান/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট র মন ত র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ