মোংলা বন্দরে ড্রেজিং: বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনীর মধ্যে সমঝোতা
Published: 15th, August 2025 GMT
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প বাস্তবায়নে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, “দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে মোংলা বন্দর। পশুর চ্যানেলে ড্রেজিং দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। বিগত কয়েক বছর নানা সীমাবদ্ধতার কারণে পশুর নদীতে ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছিল। এ সমস্যার সমাধানে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প নেওয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “এ প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দরের ব্যবহার ও রাজস্ব আয় বাড়বে, বন্দর আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের হাবে পরিণত হবে এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য নিরবিচ্ছিন্নভাবে কয়লা পরিবহন সম্ভব হবে।”
উল্লেখ্য, প্রকল্পটি ২০২৫ সালের ৮ জানুয়ারি একনেকে অনুমোদিত হয়েছে। ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রকল প পর বহন
এছাড়াও পড়ুন:
রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।