Prothomalo:
2025-10-02@22:37:36 GMT

‘শোলে’র জানা-অজানা যত গল্প

Published: 15th, August 2025 GMT

১৯৭৫ সালের ১৫ আগস্ট। অখ্যাত এক ছোট্ট গ্রাম রামগড় বদলে দিয়েছিল বলিউডের ইতিহাস। ‘ঠাকুরের ডাকে জয় আর বীরু নামের দুই তরুণের ডাকাত ধরার সেই গল্প ক্রমেই হয়ে ওঠে হিন্দি সিনেমার সবচেয়ে প্রভাব বিস্তারকারী সিনেমার একটি। সেই ‘শোলে’র মুক্তির ৫০ বছর পূর্ণ হচ্ছে আজ।

অন্যায়ের ওপর ন্যায়ের বিজয় আর সবচেয়ে বড় কথা, তিন ঘণ্টায় ন্যায়বিচার! যা আপনি আর আমি আজীবনেও না-ও পেতে পারি।অমিতাভ বচ্চন

‘শোলে’ শুধু একটি বড় বাজেটের তারকাখচিত সিনেমা নয় বরং এক সাংস্কৃতিক মাইলফলক। পরিচালক রমেশ সিপ্পির নির্মাণ, সলিম-জাভেদ জুটির ধারালো চিত্রনাট্য ও সংলাপ; আর ডি বর্মনের সুর মিলেমিশে তৈরি করেছিল এমন এক বড় পর্দার অভিজ্ঞতা, যা দর্শক আজও ভুলতে পারেনি।
চলচ্চিত্র সমালোচক ও লেখক ইয়াসির উসমান এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে বলেন, ‘এই ছবি মুক্তির সময়ই চারটি বড় বলিউডি ছাঁচ ভেঙে দিয়েছিল। সেই কারণেই “শোলে” আজও প্রাসঙ্গিক।’

নিখুঁত নয়, মানবিক নায়ক
‘শোলে’র আগে বলিউডি নায়ক বলতে বোঝাত নির্মল, আদর্শ, ভুলত্রুটিমুক্ত মানুষ। তারা কখনো অন্যায় করত না, নৈতিকতার পাঠ শোনাতে ব্যতিব্যস্ত। ‘শোলে’ সেখান থেকে হাজির করে ধূসর নায়ককে। যারা বাস্তবের মতোই; ভালো-মন্দের মিশেলে তৈরি।
জয় (অমিতাভ বচ্চন) আর বীরু (ধর্মেন্দ্র) ছিলেন আগের বলিউড নায়কদের চেয়ে একেবারেই ভিন্ন। তাঁরা প্রাক্তন কয়েদি, পেশাদার চোর, মিথ্যাবাদী। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তাঁরা হয়ে ওঠেন সাহসী যোদ্ধা, রামগড়ের মুক্তিদূত।
ইয়াসির উসমান বললেন, ‘নায়ক মানে ত্রুটিহীন হওয়া নয়, বরং বিপদের মুখে দাঁড়ানোর সাহস।’ এই ধূসর, বাস্তবধর্মী চরিত্রায়ণ বলিউডকে নতুন শিক্ষা দিয়েছিল—নায়কও মানুষ, তারও অতীত আছে, ত্রুটি আছে।

‘শোলে’র দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ