ঝালকাঠিতে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সদস্যরা শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি থানার বিসিক, প্রতাপ, বরইতলা, ভৈরবপাশা, ষাটপাকিয়া, শ্রীরামপুর, আমিরাবাদসহ সড়কের পাশে থাকা বিভিন্ন মাইলফলকে এসব পোস্টার লাগানো হয়।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি সকলে নজরে আসে।

একাধিক সূত্র জানায়, রাতের আঁধারেই এসব পোস্টার লাগানো হয়। ঘটনার পরপরই ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। পাশাপাশি টহলে রয়েছে জেলা পুলিশের বিভিন্ন টিম। পুলিশের বিশেষ নজরদারি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও চলছে।

জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মো.

মিজানুর রহমান মুবিন বলেন, ‘‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাতের আঁধারে পোস্টারিং করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। গণঅভ্যুত্থানের পর তাদের সাহস নেই প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি করার, তাই চোরের মতো রাতের আঁধারে পোস্টার লাগিয়েছে।’’

এদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্টারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঝালকাঠির বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। যারা পোস্টার লাগিয়েছে, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, “পোস্টারগুলো কারা লাগিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি অনুসন্ধান করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’

তিনি আরো বলেন, ‘‘মহাসড়কে টহল পুলিশ কর্তব্য পালন করছে। হয়তো রাতের আঁধারে কেউ চোখ ফাঁকি দিয়ে পোস্টার লাগিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে যারা এ কাজ করেছে, তাদের শনাক্তেরও চেষ্টা চলছে।”

ঢাকা/অলোক/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঝ লক ঠ আগস ট

এছাড়াও পড়ুন:

কোকোর জন্মদিন উপলক্ষে সানির উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) দেশবরেণ্য এ ক্রীড়া সংগঠকের ৫৬তম জন্মদিন উপলক্ষে শহরের উকিল পাড়া এলাকায় জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন রানা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ মুকুল, জেলা জাসাসের সহ-সভাপতি হাজী মোঃ রিপন দপ্তরী, মহানগর জাসাসের সহ-সভাপতি রায়হান সরকার, এনামুল হক খান, জেলা জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন আশিক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এম এ হালিম মুসা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন,  নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, শাফিউজ্জামান,  ফতুল্লা থানা জাসাসের সহ সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, তাসলিমা দেওয়ান, ফতুল্লা থানা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান অপু, রুপগঞ্জ থানা জাসাসের সাধারণ সম্পাদক মিছির আলি, তারাবো পৌরসভা জাসাসের সভাপতি মোঃ রনি, সদর থানা (জেলা জাসাস) সহ সভাপতি মোঃ সেলিম প্রধান, বক্তাবলি ইউনিয়ন জাসাসের সভাপতি সলিমা মেম্বার, আলিরটেক ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মো: বাবুল, কুতুবপুর ইউনিয়ণ জাসাসের সহ সভাপতি শহিদুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক সোহাগ মোল্লা, বন্দর থানা (নারায়ণগঞ্জ মহানগর) জাসাসের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন মুন্না, গোগনগর ইউনিয়ন জাসাস নেতা ইয়ার হোসেন প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদে ছাড় নয়
  • কোকোর জন্মদিন উপলক্ষে সানির উদ্যোগে দোয়া মাহফিল
  • জন্মাষ্টমীর অনুষ্ঠান ঘিরে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার