পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতজনিত ঘটনায় কমপক্ষে ৪৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এ তথ্য জানিয়েছে।

জুনের শেষের দিক থেকে পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাত- বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং উত্তরাঞ্চলে - ভয়াবহ বন্যা, ভূমিধস ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) থেকে আপডেট করা দৈনিক তথ্য অনুসারে, ২৬ জুন থেকে পাকিস্তানের বেশ কয়েকটি অংশে আকস্মিক বন্যা ও মুষলধারে বৃষ্টিপাতের ফলে ১৪২ জন শিশু সহ কমপক্ষে ৩২৫ জন মারা গেছেন। এছাড়া ৭৪৩ জন আহত হয়েছেন।

ডন ডটকম প্রকাশিত পিডিএমএর দৈনিক পরিস্থিতি প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক আকস্মিক বন্যায় বাজাউর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ছিল, যেখানে ১৮ জন মারা গেছেন এবং আটজন আহত হয়েছেন।

বটগ্রামে ১৫ জন প্রাণ হারিয়েছেন; লোয়ার দিরে পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন; সোয়াতের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে; শাংলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

রেসকিউ ১১২২ এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি ডন ডটকমকে বলেন, “আজ সকালে বাজাউরে, সালারজাই তহসিলের জাবররাই গ্রামে মেঘ ভাঙনের (ভারী বৃষ্টিপাত) কারণে আকস্মিক বন্যায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রেসকিউ ১১২২ এর কর্মীরা, বাসিন্দাদের সহযোগিতায়, এখন পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং ধ্বংসস্তূপ ও বৃষ্টির পানি থেকে তিনজন আহতকে উদ্ধার করেছে।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

২ কেন্দ্রে নেওয়া হবে রুয়েটে ভর্তি পরীক্ষা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৫ নভেম্বর) রুয়েটের ১৫৪তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক এসএম আব্দুর রাজ্জাক।

আরো পড়ুন:

রুয়েট নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

৩ দাবিতে আবারো রাস্তায় রুয়েট শিক্ষার্থীরা

সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথম বর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অশংগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২২ বা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৫.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণসহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে নূন্যতম জিপি-১৪ পেতে হবে।

এছাড়াও প্রার্থী জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পাশ করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে নূন্যতম ‘বি’ গ্রেড পেয়ে পাশ করতে হবে। জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে পাশ হতে হবে।

একইসঙ্গে প্রার্থীকে ২০২৪ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

এ সংক্রান্ত যেকোনো বিষয়ের সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।

ঢাকা/মাহাফুজ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • সৌদিতে বাস-ট্যাংকার সংঘর্ষ, ৪২ ভারতীয় হজযাত্রীর মৃত্যুর আশঙ্কা
  • ২ কেন্দ্রে নেওয়া হবে রুয়েটে ভর্তি পরীক্ষা
  • ভিজিটিং লেকচারার নিয়োগ দেবে বাংলাদেশ মেরিন একাডেমি
  • কাশ্মীরের শ্রীনগরে থানায় বিস্ফোরণ, নিহত ৯