গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক রায়হান হাবিব তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘‘আমি কখনো ছাত্রলীগ বা অন্য কমিটির সঙ্গে জড়িত ছিলাম না। বর্তমান পৌর ছাত্রদলের কমিটিই আমার একমাত্র রাজনৈতিক ঠিকানা।’’

রায়হান হাবিব আজ শুক্রবার (১৫ আগস্ট) টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে রায়হান হাবিব বলেন, ‘‘গত ১৩ আগস্ট বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি, ২০১৯ সালের ২৬ জুলাই ঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের কমিটিতে উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে আমার ডাক নাম ‘ইয়েন মুন্সী’ ব্যবহার করা হয়েছে। কিন্তু ওই কমিটি সম্পর্কে কখনো অবগত ছিলাম না। যদি ওই কমিটির সঙ্গে যুক্ত থাকতাম তাহলে আমার আসল নামই ব্যবহার হতো। কোনো রাজনৈতিক দলে যোগ দিতে হলে বায়োডাটা দিতে হয়। যারা আমার নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, তারা অনুগ্রহ করে আমার দাখিলকৃত বায়োডাটা সামনে নিয়ে আসুক।’’

আরো পড়ুন:

ঢাবিতে ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি গঠন

ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি বহাল থাকবে: রাকিব

রায়হান হাবিব আরো বলেন, ‘‘আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হয়ে থাকতে চাই।’’ তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ জানান তিনি। 

তিনি এ ঘটনাকে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহলের অপতৎপরতা বলে মনে করেন। 

ঢাকা/বাদল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল

এছাড়াও পড়ুন:

রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ