ধানমন্ডিতে শিশু-কিশোরদের যত আয়োজন
Published: 15th, August 2025 GMT
এক ছাদের নিচে নানা আয়োজন
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অধীনে ধানমন্ডির রিয়া গোপ মহিলা কমপ্লেক্সে আছে নানা ধরনের কার্যক্রম। রবি থেকে বৃহস্পতিবার পাঁচ দিন সাঁতার প্রশিক্ষণ (মাসিক ফি চার হাজার টাকা), ইয়োগা ও অ্যারোবিকস (মাসিক ফি ১ হাজার ৫০০ টাকা), এক হাজার টাকায় বাস্কেটবল, ব্যাডমিন্টন, রোলার স্কেটিং, ক্রিকেট শেখা যাবে। লন টেনিসে মাসিক ফি ২ হাজার ৫০০ টাকা। ভর্তির জন্য দুই কপি ছবি ও শিশু-কিশোরের জন্মনিবন্ধনের কপি প্রয়োজন হবে। যোগাযোগ: মহিলা কমপ্লেক্স, রোড ১১ /এ, ধানমন্ডি, ঢাকা। ফোন নম্বর: ০২৫৫০০০৮৯৯।
ছবি আঁকা ও ক্র্যাফটিং আর্টবিট একাডেমি বাই ফাহাদ মিয়াজিতে এক শিক্ষার্থী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইভানের জন্মদিনে নেইমারের বাড়িতে অ্যাশেজের গান...
অ্যাশেজ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভানের জন্মদিন আজ। সংগীতের বিভিন্ন পেজ থেকে গ্রুপ ও অ্যাশেজের ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন এ সংগীতশিল্পীকে। জন্মদিনে অবাক করা এক উপহার পেলেন ইভান। এদিন বড় পর্দায় তাঁর গান বেজেছে জনপ্রিয় ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের বাংলোবাড়িতে!
জুনায়েদ ইভান