খাগড়াছড়িতে মগ লিবারেশন পার্টির নেতা নিহত
Published: 15th, August 2025 GMT
খাগড়াছড়িতে অভিযান চলাকালে মগ লিবারেশন পার্টির (এমএলপি) আঞ্চলিক কমান্ডার কংচাইঞো মারমা (৩১) নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে জেলা শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এমএলপি নেতা মহালছড়ির অংসাজাই মারমার ছেলে। কংচাইঞো মারমা চলতি বছরের এপ্রিলে মানিকছড়ির ছদুরখীল থেকে রবি মোবাইল টাওয়ারের দুই টেকনিশিয়ান অপহরণের মূল হোতা বলে জানা গেছে।
নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে ব্যবসায়ী সুজিত দের বাসায় অভিযান চালানো হয়। এ সময় কংচাইঞো মারমা ওই ভবনের দুইতলা থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ৫টি এলজি, ২১টি কার্তুজ ও ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দিপা ত্রিপুুরা জানান, হাসপাতালে আনার আগেই কংচাইঞো মারমার মৃত্যু হয়েছে। উঁচু স্থান থেকে পড়ায় তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
ভবনটির মালিক সুজিত দে বলেন, ‘‘গত দেড় বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে ওই যুবক (কংচাইঞো মারমা) ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ইস্পাত কোম্পানিতে কাজ করেন বলে ভাড়া নেওয়ার সময় তারা জানিয়েছিল।’’
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, ‘‘হাসপাতাল থেকে মৃত্যুর বিষয়টি জানানোর পর পুলিশ সুরতহাল করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’’
এ দিকে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
রূপায়ন//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ