খাগড়াছড়িতে অভিযান চলাকালে মগ লিবারেশন পার্টির (এমএলপি)  আঞ্চলিক কমান্ডার কংচাইঞো মারমা (৩১) নিহত হয়েছেন। 

শুক্রবার (১৫ আগস্ট) সকালে জেলা শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এমএলপি নেতা মহালছড়ির অংসাজাই মারমার ছেলে। কংচাইঞো মারমা চলতি বছরের এপ্রিলে মানিকছড়ির ছদুরখীল থেকে রবি মোবাইল টাওয়ারের দুই টেকনিশিয়ান অপহরণের মূল হোতা বলে জানা গেছে।

নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে ব্যবসায়ী সুজিত দের বাসায় অভিযান চালানো হয়। এ সময় কংচাইঞো মারমা ওই ভবনের দুইতলা থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ৫টি এলজি, ২১টি কার্তুজ ও ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। 

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দিপা ত্রিপুুরা জানান, হাসপাতালে আনার আগেই কংচাইঞো মারমার মৃত্যু হয়েছে। উঁচু স্থান থেকে পড়ায় তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। 

ভবনটির মালিক সুজিত দে বলেন, ‘‘গত দেড় বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে ওই যুবক (কংচাইঞো মারমা) ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ইস্পাত কোম্পানিতে কাজ করেন বলে ভাড়া নেওয়ার সময় তারা জানিয়েছিল।’’ 

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, ‘‘হাসপাতাল থেকে মৃত্যুর বিষয়টি জানানোর পর পুলিশ সুরতহাল করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’’ 

এ দিকে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

রূপায়ন//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘এটা তো চাপের খেলা’—বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারত কোচ

বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে উত্তাপ, উত্তেজনা নতুন নয়। তবে এবারের লড়াইটা ভারতের জন্য বাড়তি চাপেরও। প্রতিপক্ষের মাঠ, গ্যালারিভর্তি দর্শক আর হামজা-শমিতে উজ্জীবিত বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স—সব মিলিয়ে হয়তো কঠিন পরীক্ষাতেই পড়তে হবে সফরকারীদের। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের কোচের কণ্ঠেও ফুটে উঠল তেমনটাই।

আগামীকাল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। তার আগে আজ একটি হোটেলে ভারতীয় দলের কোচ খালিদ জামিল বলেন, ‘এটা তো চাপের খেলা’।

এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাংলাদেশ ও ভারত দুই দলেরই বিদায় আগেই নিশ্চিত হয়েছে। তবু বাংলাদেশের দর্শকদের মধ্যে ভারত ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ। যার বড় প্রমাণ অনলাইনে টিকিট ছাড়ার ৬ মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যাওয়া।

এর পাশাপাশি প্রতিপক্ষের মাঠে খেলাটা যে সব সময়ই কঠিন, সেই বাস্তবতা জানেন জামিলও। তাঁর দলের ওপর চাপ আছে কি না প্রশ্নে ভারত কোচ বলেন, ‘হ্যাঁ, চাপ আছে। আমাদের তা মানতে হবে। সবাই জানে এটি একটি চাপের ম্যাচ। তবে সে জন্য আমাদের একটি ইতিবাচক ফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’

গত ২৫ মার্চ শিলংয়ে দুই দলের প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে করেছেন ৪ গোল, যার মধ্যে দুটি করেছেন বৃহস্পতিবার নেপালের বিপক্ষে।

ভারত কোচ অবশ্য একক কোনো খেলোয়াড়কে নিয়ে ভাবতে নারাজ, ‘আমরা শুধু একজন খেলোয়াড়কে বিবেচনায় নিচ্ছি না। বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় আছে। এটা খুব সিরিয়াস গেম।’

১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত ৩২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ভারত জিতেছে ১৬টিতে, বাংলাদেশ ২টিতে। ড্র বাকি ১৪টি (২০০৩ সাফে বাংলাদেশের গোল্ডেন গোলে জয়ের ম্যাচসহ)।

সম্পর্কিত নিবন্ধ