দুই দিন আগে বঙ্গোপসাগরে ডাকাত দলের কবলে পড়ে ট্রলারটি (মাছ ধরার নৌযান)। ইঞ্জিনের তেল, খাবার, মাছ, জাল সবকিছুই লুট হয়। এর পর থেকে এভাবেই সাগরে ভাসছিলেন নৌযানে থাকা ১৫ জন জেলে। দুই দিন এভাবেই থাকার পর অবশেষে গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে তাঁদের উদ্ধার করে হাতিয়ার ভাসানচর কোস্টগার্ড। আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কোস্টগার্ড জানায়, জেলেরা মাছ ধরতে গভীর সাগরে গিয়েছিলেন। এ কারণে ওই এলাকায় মুঠোফোনের নেটওয়ার্কও ছিল না। দুই দিন সাগরে ভেসে থাকার পর নৌযানটি সাগরের উপকূলে আসে। এরপর মুঠোফোনের নেটওয়ার্ক পাওয়ায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন জেলেরা। খবর পেয়ে ওই নৌকাসহ জেলেদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে ইউছুফ মাঝিসহ ১৫ জন জেলে নৌযানটি নিয়ে সমুদ্রে যান। পরে গত মঙ্গলবার হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের গাঙ্গুরিয়ার চরের দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়েন। এ সময় ডাকাতেরা তাঁদের মাছ, খাবার, ইঞ্জিনের যন্ত্রাংশ, তেল ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে যায়। উদ্ধারের পর জেলেদের খাবারের ব্যবস্থা করে কোস্টগার্ড। পরে গতকাল রাত আড়াইটার দিকে তাঁদের চেয়ারম্যানঘাট পাঠানো হয়।

কোস্টগার্ডের ভাসানচর স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রাতে তাঁরা বিকল ইঞ্জিনের নৌযানসহ জেলেদের উদ্ধারের পর ভাসানচরের ১ নম্বর ঘাটে আনেন। উদ্ধারকালে ১৫ জনের সবাই সুস্থ ছিলেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডাকসু নির্বাচন: চতুর্থ দিনে মনোনয়ন ফরম নিলেন একজন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চতুর্থ দিনে মাত্র একজন মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনি সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, “মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন। তিনি সদস্য পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। আর একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৩ জন।”

তিনি আরো বলেন, “জুলাই অভ্যুত্থানে হামলার মামলায় আসামিরা ডাকসু নির্বাচনে প্রার্থী বা ভোটার হতে পারবেন না। ভোটের আগের দিনও খোঁজ পাওয়া গেলে তাদের ভোট থেকে বিরত রাখা হবে।”

ঢাকা/সৌরভ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ