যুক্তরাষ্ট্র থেকে ফেসবুকে শ্রদ্ধা জানালেন মাহি
Published: 15th, August 2025 GMT
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। শেখ হাসিনা সরকারের শাসনামলে দিনটি সরকারিভাবে পালিত হতো। দিনটি ছিল জাতীয় শোক দিবস। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। বর্তমানে দিনটি সরকারিভাবে পালিত হচ্ছে না। তবে সামাজিক মাধ্যমে অনেকে শোক পালন করছেন। এ তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। যুক্তরাষ্ট্র থেকে তিনি ফেসবুকে লিখেছেন শেখ মুজিবকে নিয়ে। জানিয়েছেন তার আদর্শের কথা।
মাহিয়া মাহি লিখেছেন: ‘‘যতদিন বাঁচবো, আপনার আদর্শ আমৃত্যু বহমান থাকবে; রক্তের শিরা-উপশিরায়। বিনম্র শ্রদ্ধা হে জাতির পিতা।’’
অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও তাকে সক্রিয় দেখা গেছে। আওয়ামী লীগের সমর্থক এই নায়িকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে করেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান।
‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে অভিনয়জীবন শুরু করেন মাহি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
রাহাত//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডাকসু নির্বাচন: চতুর্থ দিনে মনোনয়ন ফরম নিলেন একজন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চতুর্থ দিনে মাত্র একজন মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনি সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, “মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন। তিনি সদস্য পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। আর একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৩ জন।”
তিনি আরো বলেন, “জুলাই অভ্যুত্থানে হামলার মামলায় আসামিরা ডাকসু নির্বাচনে প্রার্থী বা ভোটার হতে পারবেন না। ভোটের আগের দিনও খোঁজ পাওয়া গেলে তাদের ভোট থেকে বিরত রাখা হবে।”
ঢাকা/সৌরভ/সাইফ