জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি গভীর নলকূপের পাহারাদারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কলিঙ্গা গ্রামের ফসিল মাঠের গভীর নলকূপের ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম আবু সাঈদ (৬০)। তিনি উপজেলার বেলগাড়ী গ্রামের প্রয়াত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি কলিঙ্গা গ্রামের নুর মোহাম্মদের গভীর নলকূপের পাহারাদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাঈদ প্রতি রাতেই গভীর নলকূপের পাহারার কাজ শেষে আবার ভোরে নিজ বাড়িতে ফিরে সাংসারিক কাজ করতেন। কিন্তু আজ ভোরে তিনি বাড়িতে ফেরেননি। তখন তাঁর জামাতা গভীর নলকূপের ঘরে যান। তিনি গভীর নলকূপের ঘরের দরজা খোলা ও তাঁর শ্বশুরকে হাত-পা বাঁধা অবস্থায় চৌকির ওপর পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসীকে জানালে তাঁরা এসে থানায় খবর দেন। সকাল সাড়ে নয়টায় পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কলিঙ্গা গ্রামের ফজলুর রহমান বলেন, আবু সাঈদ একজন ভালো মানুষ ছিলেন। তাঁদের জানামতে, তাঁর কোনো শত্রু ছিল না। কেন তাঁকে নৃশংসভাবে হত্যা করা হলো বুঝতে পারছেন না।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আব্দুল করিম বলেন, গভীর নলকূপের পাহারাদার আবু সাঈদকে দুর্বৃত্তরা হত্যা করেছে। গভীর নলকূপের ঘর থেকে তাঁর হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন হান্নান মাসউদ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (১৫ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার জামে মসজিদে জুমার নামাজের পর তিনি এ প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে হান্নান মাসউদ বলেন, ‘‘বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। তিনি যদি আপস করতেন, তাহলে এতো বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও হতো না। তিনি অসুস্থ। ওনার সুস্থতার জন্য আমরা সবাই মন খুলে দোয়া করি।’’

আরো পড়ুন:

হাসিনা না পালালে আমাকে আয়নাঘরে থাকতে হতো: হান্নান মাসউদ

শেখ মুজিব জাতির জনক নন, তবে তার ত্যাগ স্বীকার করি: নাহিদ

ঢাকা/সুজন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ