হাসিনা না পালালে আমাকে আয়নাঘরে থাকতে হতো: হান্নান মাসউদ
Published: 15th, August 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘‘শেখ হাসিনা পালিয়ে না গেলে আমাকে মাটির নিচে কিংবা আয়নাঘরে থাকতে হতো। গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেই আমি আজ আপনাদের সামনে এসে কথা বলতে পারছি।’’
শুক্রবার (১৫ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় নদীভাঙন কবলিত এলাকায় জিওব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘‘আমি আপনাদের সন্তান। আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না, আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই।’’
আরো পড়ুন:
শেখ মুজিব জাতির জনক নন, তবে তার ত্যাগ স্বীকার করি: নাহিদ
নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপির হয়ে করব কিনা সিদ্ধান্ত নিইনি: আসিফ
তিনি বলেন, ‘‘আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক। যিনি হাতিয়া দ্বীপের উন্নতি করতে পারবেন, আপনারা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’’
এ সময় হাতিয়ার উন্নয়নের পরিকল্পনা জানিয়ে হান্নান মাসউদ বলেন, ‘‘আমি সরকারের কোনো মন্ত্রী-উপদেষ্টা কিংবা কোনো কিছুতেই নেই। আমার বিশেষ কোনো ক্ষমতাও নেই। আপনারা যেমন আপনাদের সুখ-দুঃখের কথা আমার কাছে শেয়ার করেন, তেমনি আমিও আপনাদের সুখ দুঃখের কথাগুলো সরকারের সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদেরকে জানাই। তাদেরকে অনুরোধ করে আপনাদের জন্য বিভিন্ন প্রকল্প আনার চেষ্টা করি।’’
তিনি আরো বলেন, ‘‘আমার নিজের চাচা-খালারাও অসংখ্যবার নদীভাঙনের শিকার হয়ে সবকিছু হারিয়েছেন। নদীভাঙনের কষ্ট আমি বুঝি। হাতিয়ায় বিনিয়োগের জন্য এ মাসের শেষের দিকে জাপান থেকে একটি টিম পরিদর্শনে আসবে। আমরা যদি ঠিকভাবে কাজ করার সুযোগ পাই, তবে আগামী ৫ বছরের মধ্যে হাতিয়া সেন্টমার্টিন থেকেও সুন্দর হবে।’’
ঢাকা/সুজন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট হ ন ন ন ম সউদ আপন দ র স আপন র
এছাড়াও পড়ুন:
বন্দরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বসত বাড়িতে অগ্নিকাণ্ড
বন্দরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসত ঘর পুড়ে গিয়ে ৩ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত পৌনে ৮টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের খানাবাড়ী মোড়স্থ ইয়ামিন খন্দকারের বসত বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। এ
ঘটনায় প্রায় ৩ লাখ টাকা ক্ষতি সাধনসহ অগ্নিকান্ডের স্থান থেকে ১০ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হই। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।