বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আজ ১৫ আগস্ট। শুক্রবার এ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার বেলা ১১টায় উপজেলার মেঘনা প্রতাপেরচর এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বাড়ির নিচতলায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজ্বী সেলিম হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সহসভাপতি মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম বিডিআর, তাইজুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক হাজ্বী মোমেন খান, আব্দুর রউফ, মজিবুর রহমান, সাদেকুর রহমান সেন্টু, নিজাম উদ্দীন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, যুগ্ন আহ্বায়ক আব্দুল আলী, মোঃ কাউসার,নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন প্রমুখ। 

উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের  ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান তিনি। খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। 

১৯৬০ সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে বিপথগামী সেনাদের হাতে নির্মমভাবে শহীদ হন।

এরপর দলের নেতাকর্মীদের দাবির মুখে জিয়াউর রহমানের গড়া দল বিএনপির হাল ধরেন খালেদা জিয়া।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ র ল ইসল ম ব এনপ র স র রহম ন স ন রগ উপজ ল

এছাড়াও পড়ুন:

না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন  নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল থেকে শহরের উকিল পাড়া পুজা মন্ডপ, গলাচিপা পূজা মন্ডপ ও শ্রীশ্রী গোপাল জিউর মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের দিকনির্দেশনা প্রদান এবং পূজা মন্ডপে আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
  • নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত
  • বিএনপির এই ভালোবাসা সনাতন সম্প্রদায় ভুলবে না : শিপন সরকার 
  • না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা