ফুটবল স্টেডিয়ামগুলোর একেকটি দর্শক কিংবা সমর্থকদের কাছে স্মৃতিময় এবং অসংখ্য গল্পের জায়গা। তবে মাঠের স্মৃতিগুলোর মধ্যে গোলের স্মৃতিই সবার মনে থাকে বেশি। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল দেখা গেছে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে। ট্রান্সফারমার্কেটের হিসাবে, প্রিমিয়ার লিগে গোলসংখ্যায় অ্যানফিল্ডসহ যে ১০টি স্টেডিয়াম শীর্ষে, সেগুলোর কথা জেনে নেওয়া যাক।

১০এমিরেটস, আর্সেনাল

ম্যাচ: ৩৭১ গোল: ১,১০১

প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল দেখার তালিকায় ১০ নম্বরে আর্সেনালের মাঠ এমিরেটস। অবশ্য একটু কিন্তু আছে। এমিরেটস যাত্রা শুরু করেছে প্রিমিয়ার লিগে নতুন সংস্করণ চালু হওয়ার ১৪ বছর পর ২০০৬ সালে। ফলে এই মাঠে যতগুলো ম্যাচ হতে পারত তা হয়নি। ৩৭১ ম্যাচে ৬০ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই মাঠে গোল হয়েছে ১ হাজার ১০১টি। তবে আর্সেনালই একমাত্র ক্লাব, সেরা বিশে যাদের দুটি মাঠ জায়গা পেয়েছে। অন্যটি হচ্ছে হাইবুরি, যেখানে ২৬২ ম্যাচে ৭৩৬ গোল হয়েছে।

৯সেলহার্স্ট পার্ক, ক্রিস্টাল

ম্যাচ: ৪৬৩ গোল: ১,১৬১

তালিকার নয়ে ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্ক। মাঠটি শতবর্ষের বেশি পুরোনো হলেও ক্রিস্টাল প্রিমিয়ার লিগে নিয়মিত খেলতে পারেনি, যে কারণে মাঠটিও বেশি ম্যাচ এবং গোল দেখেনি। ২৫ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই মাঠে ৪৬৩ ম্যাচে গোল হয়েছে ১ হাজার ১৬১টি। তবে প্রিমিয়ার লিগে থিতু হতে পারলে সামনের দিনগুলোয় এই পরিসংখ্যান আরও সমৃদ্ধ করতে পারেব তারা।

৮ইতিহাদ, ম্যানচেস্টার সিটি

ম্যাচ: ৪১৫ গোল: ১,৩০২

রয়টার্স.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ ল হয় ছ

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ