‘নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর
Published: 15th, August 2025 GMT
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, “দায়িত্বশীলতা, সরকারি বিধি-বিধান মেনে চলতে দায়িত্ব পালন করতে হবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা উন্নয়ন প্রকল্পের সাফল্যের মূল চাবিকাঠি।”
শুক্রবার (১৫ আগস্ট) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিসোর্স পার্সন হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ এবং নির্বাহী প্রকৌশলী (নদীশাসন) মো.
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেল সাইট অফিসে "উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ শুক্রবার (১৫ আগস্ট) থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে।
উদ্বোধনী বক্তব্য ও প্রশিক্ষণ প্রদানকালে সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে বিস্তৃত ধারণা তুলে ধরেন। তিনি বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্প নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা, দক্ষ প্রকল্প ব্যবস্থাপনার মাধ্যমে সফল সমাপ্তি এবং চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি জরুরি।”
জনগণের কোনো প্রকার ভোগান্তি ছাড়াই প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
প্রশিক্ষণে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং কর্ণফুলী টানেল সাইট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ঢাকা/এএএম/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত প রকল প
এছাড়াও পড়ুন:
‘নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, “দায়িত্বশীলতা, সরকারি বিধি-বিধান মেনে চলতে দায়িত্ব পালন করতে হবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা উন্নয়ন প্রকল্পের সাফল্যের মূল চাবিকাঠি।”
শুক্রবার (১৫ আগস্ট) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিসোর্স পার্সন হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ এবং নির্বাহী প্রকৌশলী (নদীশাসন) মো. ওয়াশিম আলী।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেল সাইট অফিসে "উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ শুক্রবার (১৫ আগস্ট) থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে।
উদ্বোধনী বক্তব্য ও প্রশিক্ষণ প্রদানকালে সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে বিস্তৃত ধারণা তুলে ধরেন। তিনি বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্প নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা, দক্ষ প্রকল্প ব্যবস্থাপনার মাধ্যমে সফল সমাপ্তি এবং চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি জরুরি।”
জনগণের কোনো প্রকার ভোগান্তি ছাড়াই প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
প্রশিক্ষণে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং কর্ণফুলী টানেল সাইট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ঢাকা/এএএম/এসবি