অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়া বিএনপি নেতার বিয়ে দিল স্থানীয়রা
Published: 15th, August 2025 GMT
গাইবান্ধা সদর উপজেলায় এক বিধবা নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন আফসার আলী (৪০) নামের এক ব্যক্তি। পরে ওই নারীর সঙ্গে তার বিয়ে পড়িয়ে দেন স্থানীয়রা।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে, গত রাতে ওই নারীর ঘর থেকে তাকে আটক করা হয়।
আফসার আলী উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রিফাইতপুর চরবাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
আরো পড়ুন:
এক নারীকে বিয়ে করে দুই ভাই বললেন ‘আমরা সন্তুষ্ট’
সাবেক স্ত্রীর ‘বিয়ে ঠেকাতে’ আপত্তিকর ভিডিও পোস্ট
স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে আফসার আলী ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাড়ির ভেতরে গিয়ে দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান। পরে তাদের আটকে রাখা হয়। শুক্রবার সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও থানায় খবর দেওয়া হয়।
বাদিয়াখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রহমান সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। সন্ধ্যায় তাদের বিয়ে হয়েছে।’’ এ ঘটনায় তার বিরুদ্ধে এখনো দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/মাসুম/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গতির প্রতিযোগিতায় নেমে পিকআপে ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল নিয়ে গতির প্রতিযোগিতা করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের সিয়াম হোসেন (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।