রাষ্ট্র কাঠামোর ৩১ দফা নিয়ে রূপগঞ্জে উঠান বৈঠক
Published: 16th, August 2025 GMT
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘরে ঘরে প্রচারের কর্মসূচি হিসেবে উঠান বৈঠক করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক ও নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মোঃ দুলাল হোসেন।
শনিবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নে পূর্বাচলের হারারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় হাজারো বাসিন্দাদের কাছে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন ও সুফল পরিকল্পনা তুলে ধরেন তিনি।
এ সময় বিএনপির পুরনো সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে উপস্থিত বাসিন্দাদের বিভিন্ন দাবী দাওয়া ও রাষ্ট্র চিন্তায় তারেক রহমানের ৩১ দফা মূল্যায়ন করে দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, বিএনপির গণতন্ত্র রক্ষার দল।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাইতেন স্বনির্ভরশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার৷ তার সুযোগ্য পূত্র তারেক রহমান আধুনিক, উন্নত রাষ্ট্র ও দেশের মানুষের ভোটাধিকারসহ মৌলিক অধিকার রক্ষার কাজ করবেন।
আমরা তার নির্দেশে আওয়ামীলীগ হায়েনাদের হামলা মামলায় অত্যাচারিত হয়েও দুর্দিনে সব কর্মসূচি পালন করেছি। এখনই সময় দেশকে গড়ার, আমরাও প্রস্তুত।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ব এনপ র রহম ন
এছাড়াও পড়ুন:
ট্রাম্প–পুতিন বৈঠক নিয়ে ক্ষুব্ধ ইউক্রেনীয়রা, কিন্তু কেন
ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলীয় শহর খারকিভের বাসিন্দা পাভলো নেব্রোভ। গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত জেগে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার সংবাদ সম্মেলন দেখার জন্য। খারকিভ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সেই সংবাদ সম্মেলনের ভেন্যু।
পাভলোর দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তিন বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসেন মার্কিন ও রুশ নেতা। তবে এই বৈঠক থেকে দুই নেতা কোনো সাফল্য বয়ে আনতে পারেননি। আর পুতিনকে দেওয়া লালগালিচা সংবর্ধনা গোটা যুদ্ধজুড়ে ব্যাপক রুশ হামলার শিকার খারকিভ থেকে তাঁর জন্য সুস্পষ্ট জয় হিসেবেই দেখা হয়।
থিয়েটার ব্যবস্থাপক ৩৮ বছর বয়সী পাভলো বলেন, ‘যা ধারণা করেছিলাম, সেই ফলাফলই আমি দেখলাম। আমি মনে করি, এটা পুতিনের জন্য অনেক বড় কূটনৈতিক বিজয়। তিনি পুরোপুরি নিজের বৈধতা আদায় করে নিয়েছেন।’
২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে পুতিনকে এড়িয়ে চলছে পশ্চিমা বিশ্ব। কিন্তু পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়ে সেই ধারা ভাঙলেন ট্রাম্প।
আলাস্কার এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি। এই সফরকে পুতিনের ‘ব্যক্তিগত জয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
ইউক্রেনকে এই বৈঠকে বাইরে কারণেই কেবল ক্ষুব্ধ নন পাভলো, এই বৈঠককে সময়ের অপচয় বলেও মনে করছেন তিনি। পাভলো বলেন, ‘এটা ছিল একটি অর্থহীন বৈঠক। ইউক্রেনের সঙ্গে সম্পর্কিত সমস্যা ইউক্রেনকে নিয়েই সমাধান করা উচিত—ইউক্রেনীয়দের, দেশটির প্রেসিডেন্টের অংশগ্রহণের মাধ্যমে।’
বৈঠকের পর ইউরোপীয় নেতাদের এবং জেলেনস্কিকে আলোচনার বিষয়ে অবহিত করেন ট্রাম্প। আগামী সোমবার জেলেনস্কি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমানের সিঁড়িতে লালগালিচা বিছাতে হাঁটু গেড়ে বসেছেন মার্কিন সেনারা। ইউক্রেনে এই ছবি ভাইরাল হয়ে গেছে। ১৫ আগস্ট, আলাস্কা