ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসী হিলসে স্থানীয়দের গণপিটুনিতে নিহত বাংলাদেশি যুবক মো. আকরাম হোসেনের (৩০) মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বিজিবির সঙ্গে এক পতাকা বৈঠকের মধ্যমে আকরামের মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় ভারতীয় স্থানীয় পুলিশ, কলমাকান্দা থানা পুলিশ এবং নিহত আকরামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত আকরাম শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। আকরামের বড় ভাই শেখ ফরিদ মোবাইলে এই প্রতিবেদককে লাশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

চিরকুট: ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’

তিনি বলেন, ‘‘আমরা লাশ নিয়ে নেত্রকোণা জেলা হাসপাতালে আছি। এখানে ময়নাতদন্ত হবে। এরপর নেত্রকোনা থানায় যেতে হবে। সেখান থেকে ছাড়পত্র নেওয়ার পর লাশ নিয়ে বাড়ির পথে রওনা দেব।’’

এর আগে, গত ১০ আগস্ট ভারতে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে আকরামের মৃত্যু হয়।

ঢাকা/তারিকুল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ আকর ম র

এছাড়াও পড়ুন:

‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ