দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৫৫৫ টাকা বাড়ানো হয়েছে।
ফল সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। নতুন দাম রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
আরো পড়ুন:
গোল্ডেন হারভেস্টের নিরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ
সাপ্তাহিক দাম কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স কোম্পানি
শনিবার (২০ সেপ্টেম্বর) দেওয়া বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী- সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা।
এবার স্বর্ণের দামের বাড়ানো হলেও রূপা আগের দামে রয়েছে। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১৩৫ টাকা।
ঢাকা/নাজমুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বর ণ র দ ম
এছাড়াও পড়ুন:
টেকনাফে ব্রিজের নিচে মিলল সাবেক ইউপি সদস্যের মরদেহ
কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি ব্রিজের নিচ থেকে সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী এইচকে আনোয়ার প্রজেক্ট এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার হয়। ইউনুছ সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
আরো পড়ুন:
বগুড়ায় অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার
মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তারা ব্রিজের নিচে ছড়ার পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন। মরদেহের পরনে ছিল প্যান্ট, তবে গা খালি ছিল।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, “পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।”
গত ৮ জুলাই কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় কামাল উদ্দিন দুর্জয় নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার হয়েছিল।
ঢাকা/তারেকুর/মাসুদ