শিক্ষায় সংস্কার আনতে না পারলে শিক্ষকগণ প্রকৃত মর্যাদা পাবেন না : আবদুল অদুদ
Published: 21st, October 2025 GMT
শিক্ষায় সংস্কার আনতে না পারলে শিক্ষকগণ প্রকৃত মর্যাদা পাবেন না উল্লেখ করে দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক ও কোটা সংস্কার আন্দোলনের রূপকার মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, পদমর্যাদায় (গ্রেড) ও বেতন কাঠামোয় (স্কেল) ব্যাপক পরিবর্তন এনে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করে ঢেলে সাজাতে হবে, যেন শিক্ষকতাই তরুণদের প্রথম পছন্দ হয়।
তার মতে, দেশে সংবিধান অনুযায়ী একমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যখন সিলেবাস হবে কর্মমুখী, বাস্তবভিত্তিক, ধর্মমুখী ও ভাষাজ্ঞান নির্ভর।
সোমবার নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বন্দর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা নির্বাচন অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি প্রিন্সিপাল এ এইচ এম শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহবায়ক মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, সহ সভাপতি মো.
অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বন্দর উপজেলা সভাপতি হাসান কবির, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক আইরিন সুলতানা ও উপস্থাপনা করেন সহ সভাপতি বাবু ছারোয়ার।
প্রধান অতিথি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির সাবেক প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবদুল অদুদ আরও বলেন, একটি দেশে ১৪ রকম শিক্ষা ব্যবস্থা চলতে দেয়া যায় না।
কেননা, চলমান শিক্ষাব্যবস্থার কারণেই আমরা আজ বিভাজিত জাতি আর আমাদের মধ্যে এত বৈষম্য। একটি শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো চাই, যেন আমাদের অনাগত প্রজন্ম শিক্ষকতা পেশাকেই তাদের ক্যারিয়ারের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।
শেষে উদ্বোধক, প্রধান অতিথি, প্রধান আলোচক ও বিশেষ অতিথিবৃন্দ বন্দর উপজেলার অভিষিক্ত কমিটির নেতৃবৃন্দকে ফুল ও সনদ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ম হ ম মদ অন ষ ঠ ন ব যবস থ
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর কলাগাছিয়া ইউনিয়নের সাবদি এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বিএনপি নেতা ইকবাল হোসেন, হাজী কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি কামনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালিত হয়।