শিক্ষায় সংস্কার আনতে না পারলে শিক্ষকগণ প্রকৃত মর্যাদা পাবেন না : আবদুল অদুদ
Published: 21st, October 2025 GMT
শিক্ষায় সংস্কার আনতে না পারলে শিক্ষকগণ প্রকৃত মর্যাদা পাবেন না উল্লেখ করে দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক ও কোটা সংস্কার আন্দোলনের রূপকার মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, পদমর্যাদায় (গ্রেড) ও বেতন কাঠামোয় (স্কেল) ব্যাপক পরিবর্তন এনে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করে ঢেলে সাজাতে হবে, যেন শিক্ষকতাই তরুণদের প্রথম পছন্দ হয়।
তার মতে, দেশে সংবিধান অনুযায়ী একমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যখন সিলেবাস হবে কর্মমুখী, বাস্তবভিত্তিক, ধর্মমুখী ও ভাষাজ্ঞান নির্ভর।
সোমবার নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বন্দর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা নির্বাচন অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি প্রিন্সিপাল এ এইচ এম শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহবায়ক মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, সহ সভাপতি মো.
অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বন্দর উপজেলা সভাপতি হাসান কবির, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক আইরিন সুলতানা ও উপস্থাপনা করেন সহ সভাপতি বাবু ছারোয়ার।
প্রধান অতিথি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির সাবেক প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবদুল অদুদ আরও বলেন, একটি দেশে ১৪ রকম শিক্ষা ব্যবস্থা চলতে দেয়া যায় না।
কেননা, চলমান শিক্ষাব্যবস্থার কারণেই আমরা আজ বিভাজিত জাতি আর আমাদের মধ্যে এত বৈষম্য। একটি শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো চাই, যেন আমাদের অনাগত প্রজন্ম শিক্ষকতা পেশাকেই তাদের ক্যারিয়ারের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।
শেষে উদ্বোধক, প্রধান অতিথি, প্রধান আলোচক ও বিশেষ অতিথিবৃন্দ বন্দর উপজেলার অভিষিক্ত কমিটির নেতৃবৃন্দকে ফুল ও সনদ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ম হ ম মদ অন ষ ঠ ন ব যবস থ
এছাড়াও পড়ুন:
খানপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা।
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক। হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে ও খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান।
নিহতের মেজো বোনের স্বামী ইব্রাহিম জানান, খানপুর এলাকার অভি সহ কয়েকজন যুবক প্রথমে আবু হানিফের বোন ও তাকে আটকে রাখে। এসময় তারা আবু হানিফকে খোঁজ করে। বিকেলে হানিফকে পেয়ে তাদেরকে ছেড়ে দেয়। এরপর হানিফ বেধড়ক পেটায় ওই যুবকেরা। একপর্যায়ে হানিফ জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে দেয়া হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খানপুরে ৩শ" শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করে। ওই যুবকেরা আবু হানিফের বিরুদ্ধে একবার ধর্ষণ, কখনো ইভটিজিংয়ের অভিযোগ তুলে টাকা দাবি করে নিহতের পরিবারের কাছে। টাকা দিতে না পারায় পিটিয়ে তাকে হত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।